পদত্যাগ করে ঝিনাইদহ-১ আসনে নির্বাচন করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

ঝিনাইদহ-১ আসনে নির্বাচন করার জন্য অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহঃ

 ঝিনাইদহ-১ আসনে নির্বাচন করার জন্য অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগের ঘোষণা। অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা মো. আসাদুজ্জামান

বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, “আমি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছি। জনগণের প্রত্যাশা পূরণে সরাসরি রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কাছে নমিনেশন চেয়েছি এবং আশাবাদী— ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকেই নির্বাচনে অংশ নেব।”

এ সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, “কোনো বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল। রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা মনে করি, এ রায় থাকা উচিত নয়। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ওই রায় দেওয়া হয়েছিল।”

তিনি আরও মন্তব্য করেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দণ্ডবিধির ২১৯ ধারা অনুযায়ী অপরাধ করেছেন, কারণ তিনি রাজনৈতিক উদ্দেশ্যে সংবিধানের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা পরিবর্তন করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অ্যাটর্নি জেনারেল পদে থেকে পদত্যাগ করে সরাসরি নির্বাচনে আসা দেশের রাজনীতিতে এক বিরল ঘটনা। ঝিনাইদহ-১ আসনে তার প্রার্থীতা এই নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন স্থানীয়রা।

আরো পড়ুন
ঝিনাইদহ-৪ আসনে ফিরোজের হাতেই থাকছে ধানের শীষ?
আরো পড়ুন
কালীগঞ্জে হামিদুল ইসলাম হামিদের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভা
আরো পড়ুন
কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত
আরো পড়ুন
নিয়ামতপুরে জামায়াতের উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
আরো পড়ুন
আমার জনপ্রিয়তাই এখন তাদের আতঙ্ক, অন্ধকারেই ছিঁড়ছে পোস্টার: মাও. আবু তালেব
আরো পড়ুন
ঝিনাইদহ-২ আসনে বিএনপি জোটের প্রার্থী রাশেদ খান
আরো পড়ুন
Scroll to Top