ট্রাক উল্টে চালকের মৃত্যু

কালীগঞ্জে সারবোঝাই ট্রাক উল্টে সহকারী চালকের মৃত্যু

বনি আমিন, কালীগঞ্জ:

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা সারবোঝাই একটি ট্রাক উল্টে একজন নিহত ও একজন আহত হয়েছেন। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আশরাফুল ইসলাম (৪৫) নামের একজন সহকারী চালকের মৃত্যু হয়। আর আলী হোসেন নামে অপর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্রাকটি যশোর থেকে সারবোঝাই করে ঝিনাইদহের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডের মসজিদের সামনে পৌঁছালে ট্রাকের পেছনের চাকা হঠাৎ পাংচার হয়ে যায়। চালক ও হেলপার তখন চাকা মেরামতের কাজ শুরু করেন। এই সময় ভারসাম্য হারিয়ে ট্রাকটি উল্টে পড়ে, এবং তারা উভয়েই নিচে চাপা পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। আলী হোসেনকে জীবিত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান হোসেন জানান, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রায় ২০ মিনিটের চেষ্টায় ট্রাকের নিচ থেকে আশরাফুল ইসলামের নিথর দেহ উদ্ধার করা হয়। নিহত আশরাফুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় ট্রাকের হেলপার ছিলেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার জানান, বিকল অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক উল্টে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

আরো পড়ুন
IMG_20251214_140501
আরো পড়ুন
কালীগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
আরো পড়ুন
ভূমি সেবায় দেড় বছরে যুগান্তকারী পরিবর্তন অ্যাসিল্যান্ড মো. শাহিন আলমের, অ্যাসিল্যান্ড মো. শাহিন আলম, কালীগঞ্জের অ্যাসিল্যান্ড মো. শাহিন আলম, ঝিনাইদহ কালীগঞ্জ, নামজারি, ভূমি সেবা, অ্যাসিল্যান্ড
আরো পড়ুন
ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল
আরো পড়ুন
IMG-20251129-WA0017
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিকদরে গেট মিটিং অনুষ্ঠিত
আরো পড়ুন
Scroll to Top