কালীগঞ্জে অলস ঘর-এ পুলিশের অভিযান

বনি আমিন কালিগঞ্জ:

কালীগঞ্জে অলস ঘর-এ পুলিশের অভিযান। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বুজরুক মুন্দিয়া গ্রামে ‘অলস ঘর’ নামের একটি ব্যতিক্রমী ও বিতর্কিত সংগঠনের কার্যক্রমে পুলিশের অভিযান পরিচালিত হয়েছে। সংগঠনটি অলস ও কর্মবিমুখ মানুষদের একত্রিত করে কাজ থেকে নিরুৎসাহিত করছিল বলে অভিযোগ উঠে।

পুলিশ জানায়, সমাজের প্রতি এর নেতিবাচক প্রভাব পড়ছিল। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে বুধবার সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে কাউকে আটক করা না হলেও সংগঠনটির সাইনবোর্ড খুলে ফেলা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়। সংগঠনটির কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশও প্রদান করা হয়।

গত ১০ এপ্রিল বিভিন্ন পত্রপত্রিকায় ‘অলস ঘর’ নিয়ে সংবাদ প্রকাশ হলে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। এরপর থেকেই স্থানীয় মানুষ এবং প্রশাসনের দৃষ্টি যায় সংগঠনটির দিকে। পুলিশের আগমনের খবরে সদস্যরা আগেভাগেই সাইনবোর্ড খুলে ফেলেছিল। স্থানীয়রা তাদের ভুল বুঝতে পেরে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেছেন। সচেতন মহল পুলিশ প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
IMG-20250901-WA0068
আরো পড়ুন
FB_IMG_1756717902020
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
image-230031-1756710545
আরো পড়ুন
প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে
আরো পড়ুন
Scroll to Top