সাইফুল ইসলাম ঝিনাইদহ-
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার-মাগুরা পাড়া সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে সেই সড়ক মেরামতের উদ্যোগ নেয় ১নং সাধুহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী।
মেরামতকাজে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম, সেক্রেটারি মো. আলম মিয়া, স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
এসময় আমীর মাওলানা শহিদুল ইসলাম বলেন, মানুষের কষ্ট লাঘব করা আমাদের দায়িত্ব। রাস্তার দুরবস্থায় গ্রামবাসী বিপাকে ছিলেন। তাই নিজেদের উদ্যোগেই এই কাজ শুরু করেছি। ভবিষ্যতেও জনসেবায় পাশে থাকতে চাই।
স্থানীয়রা জানান, রাস্তা সংস্কারের ফলে তাদের চলাচল এখন অনেক সহজ হবে।