মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের মান্দারবাড়িয়া থেকে চৌগাছা রোডের ইদ্রাকপুর পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে রাস্তাটি সংস্কার করা হয়। এই সংস্কার কাজে সরাসরি অংশগ্রহণ করেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর–মহেশপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের মহেশপুর থানা আমির ফারুক আহমেদ, নাটিমা ইউনিয়ন আমির রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ। স্থানীয়রা জানান, দীর্ঘদিন অবহেলিত এই রাস্তাটি সংস্কারের ফলে এখন জনসাধারণের চলাচলে স্বস্তি ফিরেছে। তারা অধ্যাপক মতিয়ার রহমান ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।