সাইফুল ইসলাম ঝিনাইদহ-
তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক নিপীড়নের প্রতিবাদে ঝিনাইদহে কালো কাপড় বেঁধে মৌন মিছিল। তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক নিপীড়নের প্রতিবাদে ঝিনাইদহে কালো কাপড় বেঁধে মৌন মিছিল। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক নিপীড়ন ও হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে শহরের মোল্লা ভবনস্থ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে অবস্থান নেয়।
সংগঠনের আহ্বায়ক এম আর রাসেলের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সদস্য সচিব শেখ ইমন, সম্রাট হোসেন, সুজন বিপ্লব, এম বুরহান উদ্দীন, এস এ এনাম, খায়রুল ইসলাম, আবু বকর সিদ্দিক স্বপনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংহতি জানিয়ে অংশ নেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লিটন, ঝিনাইদহ রিপোর্টার্স ইউনিটের সভাপতি এম এ কবির, প্রবীণ সাংবাদিক দেলোয়ার কবীর, সামাজিক ঐক্য জোটের সদস্য গাউস গোর্কি, সাংস্কৃতিক কর্মী শাহিনুর রহমান লিটন, রেল বাস্তবায়ন কমিটির সভাপতি রেল আব্দুল্লাহ, অ্যাডভোকেট আসাদুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একজন সাংবাদিককে হত্যা করা শুধু ব্যক্তিকে আক্রমণ নয়, এটি মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। বিচারহীনতা ও নিরাপত্তাহীনতা এ পরিস্থিতির জন্য দায়ী। তারা সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে আলাদা আইন প্রণয়ন, হয়রানি ও মিথ্যা মামলা বন্ধ এবং প্রতিটি ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
বিক্ষোভ থেকে দেশের সব গণমাধ্যম, সাংবাদিক সংগঠন ও নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।