কালীগঞ্জ, প্রতিনিধি:
ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকায় ধানের শিষের মনোনয়নপ্রার্থী জনাব হামিদুল ইসলাম হামিদ তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সদরের আংশিক ফুরসন্দি, কুসোবাড়িয়া, ধনঞ্জয়পুর ও লক্ষিপুর বাজারে তিনি সরাসরি ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং উন্নয়নমুখী পরিকল্পনা তুলে ধরেন। হামিদুল ইসলাম হামিদ এ সময় তারেক রহমানের ৩১ দফা নীতিমালা সংবলিত লিফলেট বিতরণ করেন। তিনি জনগণের সঙ্গে সরাসরি কথোপকথনের মাধ্যমে তাদের সমস্যা ও চাহিদা শোনেন এবং ধানের শিষের নীতি ও প্রস্তাবিত কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান। প্রার্থী হামিদুল ইসলাম হামিদ বলেন, “আমাদের মূল লক্ষ্য জনগণের কল্যাণ। ধানের শিষের উন্নয়নমুখী নীতি ও বাস্তব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ঝিনাইদহ-৪ অঞ্চলের মানুষের জীবনমান উন্নত করা হবে।” স্থানীয় ভোটাররা হামিদের প্রচারণা কার্যক্রমে উৎসাহ ও সমর্থন প্রকাশ করেছেন। নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও সরাসরি প্রচারণা কার্যক্রম ইতোমধ্যেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করছে এবং ভোটারদের মধ্যে ধানের শিষের ভাবমূর্তিকে দৃঢ় করছে।