ঝিনাইদহে আহত পরিবহন শ্রমিক আলমের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন

সাইফুল ইসলাম ঝিনাইদহ-
সকালের আলো ফুটলেও ঘর ভরা অন্ধকার আলমের জীবনে। ঝিনাইদহের এই পরিবহন শ্রমিক এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বহুদিন ধরে শয্যাশায়ী। যে মানুষ প্রতিদিন ভোরে গাড়ির স্টিয়ারিং হাতে নেমে পড়তেন জীবিকার খোঁজে, এখন তিনি চার দেয়ালের ভেতর বন্দি। সংসারের চাকা প্রায় থেমে গেছে।

এই অসহায় মুহূর্তে তার পাশে দাঁড়িয়েছে ঝিনাইদহ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন। বুধবার রাতে শহরের আরাপপুর জামতলায় আলমের হাতে আর্থিক অনুদান তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মো. আবুবকর, জেলা সহকারী সেক্রেটারি কাজী ছাগীর আহম্মেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হারুন উর রশিদসহ অন্যান্যরা।

অনুদান গ্রহণের পর আবেগাপ্লুত আলম বলেন,আমি ভেবেছিলাম হয়তো সবাই আমাকে ভুলে গেছে। আজকের এই সহযোগিতা শুধু অর্থের নয়, এটা আমার জীবনের জন্য আশার আলো।

ঝিনাইদহ জেলা আমীর, ঝিনাইদহ -২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মো. আবুবকর বলেন,শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। তাদের ঘাম ও পরিশ্রমের ওপর দাঁড়িয়ে জাতি এগিয়ে যায়। তাই শ্রমিকের দুঃসময়ে পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক কর্তব্য। আমরা চাই প্রতিটি শ্রমিক যেন নিরাপদ জীবনের নিশ্চয়তা পায়।

ঝিনাইদহের সাধারণ মানুষ মনে করছেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই উদ্যোগ অন্য সামাজিক সংগঠনগুলোকেও অনুপ্রাণিত করবে। কারণ, আলমের মতো অনেক শ্রমিক প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়ে নিঃস্ব হয়ে পড়ছেন। আর সমাজ যদি তাদের পাশে না দাঁড়ায়, তাহলে একদিন হয়তো অর্থনীতির এই অমূল্য চালিকা শক্তিরাই হারিয়ে যাবে।

আরো পড়ুন
IMG-20250829-WA0073
আরো পড়ুন
IMG-20250827-WA0033
আরো পড়ুন
Copy of Public_20250825_201535_0000
আরো পড়ুন
ঢাকায় ঝিনাইদহ যুবলীগ ও আ.লীগ নেতাকে গ্রেপ্তার
আরো পড়ুন
IMG-20250823-WA0026
আরো পড়ুন
যে কোন সময় নির্বাচন করতে প্রস্তুত জামায়াত --- মোবারক হোসাইন
আরো পড়ুন
Scroll to Top