জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহ জামায়াতের সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি –
জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামী। শুক্রবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে সমাবেশে মিলিত হয়।
ঝিনাইদহ জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর। সমাবেশ পরিচালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল।
সমাবেশে নায়েবে আমীর ও ঝিনাইদহ পৌর মেয়র পদপ্রার্থী আঃ আলীম, জেলা বাইতুল মাল সম্পাদক তাজুল ইসলাম, শহর আমীর এ্যাড. ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা জীবন দিয়ে যে প্রত্যাশা নিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে, তার দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করার জোর দাবি জানান তারা।
তারা আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার সমান সুযোগ নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের জুলুম-গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে বলেও জানান তারা

আরো পড়ুন
ঢাকায় অনুষ্ঠিত হলো কালীগঞ্জ উন্নয়ন ফোরামের প্রীতি সমাবেশ
আরো পড়ুন
Oplus_131072
আরো পড়ুন
আরো পড়ুন
হরিনাকুন্ডু উপজেলা আমীরের পিতার ইন্তেকালে জেলা
আরো পড়ুন
ইসলামপুর (হরিপুর) হাইস্কুলের
আরো পড়ুন
Scroll to Top