কালীগঞ্জ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে দাড়িপাল্লা প্রার্থী মাওলানা আবু তালিবের হাতে গাড়ির চাবি হস্তান্তর।

কালীগঞ্জ প্রতিনিধি

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের আংশিক এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবু তালিব ও নির্বাচনী পরিচালক মাওলানা ওলিউর রহমানের হাতে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য একটি গাড়ির চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

গাড়ি হস্তান্তর করেন কালীগঞ্জ উন্নয়ন ফোরামের প্রধান উপদেষ্টা শেখ শাহজালাল, উপদেষ্টা জিল্লুর রহমান ও শাহাবুদ্দীন সাদ্দাম, সভাপতি সুহিন হুসাইন, সাধারণ সম্পাদক আরিজ মিয়া, সদস্য আব্দুল জলিল ও সাদ্দাম হুসাইন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচনী মাঠে দাড়িপাল্লা প্রতীকের প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুন্দরভাবে পরিচালিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা আশা প্রকাশ করেন, এই যানবাহন ব্যবহার করে মাঠ পর্যায়ে যোগাযোগ, প্রচারণা ও জনসম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, কালীগঞ্জ উন্নয়ন ফোরাম সবসময় সামাজিক কল্যাণ ও ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে আসছে। আসন্ন জাতীয় নির্বাচনে ন্যায়, সত্য ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় দাড়িপাল্লা প্রতীকের বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওলিউর রহমান। দোয়ায় দেশ, জাতি ও নির্বাচনী প্রচারণার সাফল্য কামনা করা হয়।

আরো পড়ুন
কালীগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
আরো পড়ুন
ভূমি সেবায় দেড় বছরে যুগান্তকারী পরিবর্তন অ্যাসিল্যান্ড মো. শাহিন আলমের, অ্যাসিল্যান্ড মো. শাহিন আলম, কালীগঞ্জের অ্যাসিল্যান্ড মো. শাহিন আলম, ঝিনাইদহ কালীগঞ্জ, নামজারি, ভূমি সেবা, অ্যাসিল্যান্ড
আরো পড়ুন
ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল
আরো পড়ুন
IMG-20251129-WA0017
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিকদরে গেট মিটিং অনুষ্ঠিত
আরো পড়ুন
কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আরো পড়ুন
Scroll to Top