কালীগঞ্জে ভোটকেন্দ্র ভিত্তিক মহিলা সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা, কালীগঞ্জে:

ঝিনাইদহের কালীগঞ্জে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা এবং নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে ভোটার কেন্দ্রভিত্তিক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার ৮নং মালিয়াট ইউনিয়নের মহিলা নেত্রী রিজিয়া বেগমের সভাপতিত্বে তত্তিপুর-মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ। প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে এই দেশের জনগণের অধিকার পুনরুদ্ধার করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান নারীর ক্ষমতায়নে দৃঢ়প্রতিজ্ঞ। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে নারীদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ নারীর অংশগ্রহণ ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়।” তিনি আরও বলেন, “ধর্মের নামে বিভ্রান্তি সৃষ্টি করে যারা মানুষকে ভুল পথে নিতে চায়, তাদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। ইসলাম শান্তির ধর্ম এখানে জোরজবরদস্তি, ভয় দেখানো বা বিভ্রান্ত করার কোনো স্থান নেই। আমাদের উচিত সত্য ও ন্যায়ের পথে থেকে দেশের কল্যাণে কাজ করা।” সভায় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জবেদ আলী, থানা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল হক খোকা, মাসুদ রানা, ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ এবং সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভনসহ আরও অনেকে। এছাড়া উপজেলা মহিলা দলসহ বিভিন্ন পর্যায়ের নারী নেত্রী ও কর্মীরা সমাবেশে অংশগ্রহণ করেন।

আরো পড়ুন
কালীগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
আরো পড়ুন
ভূমি সেবায় দেড় বছরে যুগান্তকারী পরিবর্তন অ্যাসিল্যান্ড মো. শাহিন আলমের, অ্যাসিল্যান্ড মো. শাহিন আলম, কালীগঞ্জের অ্যাসিল্যান্ড মো. শাহিন আলম, ঝিনাইদহ কালীগঞ্জ, নামজারি, ভূমি সেবা, অ্যাসিল্যান্ড
আরো পড়ুন
ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল
আরো পড়ুন
IMG-20251129-WA0017
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিকদরে গেট মিটিং অনুষ্ঠিত
আরো পড়ুন
কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আরো পড়ুন
Scroll to Top