স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক যুবদল নেতাকে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করেছে এলাকাবাসী। মঙ্গলবার গভীর রাতে উপজেলার রাখালগাছি ইউনিয়নের ৮নং এনায়েতপুর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে অভিযুক্ত ব্যক্তি গোপনে এক প্রবাসীর বাড়িতে প্রবেশ করলে গ্রামবাসীর সন্দেহ হয়। তারা বাড়ির দরজায় বাইরে থেকে ছিটকিনি (লক) লাগিয়ে দেন, এবং কিছুক্ষণ পর ভেতরে ঢুকে তাকে হাতে-নাতে আটক করেন। ঘটনার সময় ক্ষুব্ধ জনতা অভিযুক্তকে কিছুটা মারধরও করে বলে জানা গেছে। আটক ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৩৮)। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিএনপি নেতা মো. আজিবর মাস্টারের বড় ছেলে এবং দৈনিক যুগান্তর পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি শাহারিয়ার আলম সোহাগের বড় ভাই। সাইফুল ইসলাম পেশায় একজন গ্রাম্য ডাক্তার। স্থানীয়দের দাবি, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক বজায় রেখে আসছিলেন। এর আগেও তাকে একাধিকবার ওই বাড়ির আশেপাশে দেখা গেছে বলে গ্রামবাসীর অভিযোগ। ঘটনার পর স্থানীয়রা বিষয়টি সাইফুল ইসলামের পিতা মো. আজিবর মাস্টারকে জানালে তিনি ছেলের কর্মকাণ্ডে দুঃখ প্রকাশ করেন এবং উপযুক্ত শাস্তির আশ্বাস দিয়ে ঘটনাস্থল থেকে তাকে বাড়িতে নিয়ে যান। এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্তের পরিবার রাজনৈতিক ও সাংবাদিকতার সঙ্গে জড়িত থাকায় ঘটনাটি কোনো গণমাধ্যমে প্রকাশ পায়নি। ফলে এলাকায় এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “এখন পর্যন্ত আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করা হবে।” প্রবাসীর স্ত্রীকে নিয়ে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে স্থানীয়দের হাতে আটক যুবদল নেতা বর্তমানে পরিবারের হেফাজতে রয়েছেন। ঘটনাটি তদন্তের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।