বার কাউন্সিলের অ্যাডহক কমিটির চেয়ারম্যান হলেন এটর্নি জেনারেল আসাদুজ্জামান 

এ.এস আব্দুস সামাদ: বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। শৈলকুপার কৃতি সন্তান বাংলাদেশ সরকারের ১৭ অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান কে পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান করা হয়েছে।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইনসচিব আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কমিটি গঠনের কথা জানানো হয়। এ কমিটির মেয়াদ আগামী ১ জুলাই থেকে এক বছর কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২ (প্রেসিডেন্সিয়াল অর্ডার নং ১৯৭২–এর ৪৬)–এর অনুচ্ছেদ-৮–এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার অ্যাডহক বার কাউন্সিল গঠন করল।

কমিটির অন্য সদস্যরা হলেন জয়নুল আবেদীন, মো. রুহুল কুদ্দুস (কাজল), আবদুল্লাহ আল মামুন, এ এম মাহবুব উদ্দিন খোকন, শাহ মো. খসরুজ্জামান, মো. নজরুল ইসলাম খান, মো. আবদুল মতিন, মো. মহসীন মিয়া, এ এস এম বদরুল আনোয়ার, এ টি এম ফয়েজ উদ্দিন, কাজী এনায়েত হোসেন, মো. মাইনুল আহসান ও মো. শফিকুল ইসলাম।

আরো পড়ুন
IMG-20250829-WA0073
আরো পড়ুন
IMG-20250827-WA0033
আরো পড়ুন
IMG_20250828_073232_(300_x_300_pixel)
আরো পড়ুন
Copy of Public_20250825_201535_0000
আরো পড়ুন
ঢাকায় ঝিনাইদহ যুবলীগ ও আ.লীগ নেতাকে গ্রেপ্তার
আরো পড়ুন
IMG-20250823-WA0026
আরো পড়ুন
Scroll to Top