কালীগঞ্জে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি-
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ২৮ অক্টোবর ‘পল্টন ট্রাজেডি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সভাপতি ঈশা খাঁনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি হাফেজ সোহাগ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আরিফ হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৯৭৭ সাল থেকে ইসলামী ছাত্রশিবির এই দেশের মাটিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই পথচলায় অসংখ্য দায়িত্বশীল ভাই শাহাদাত বরণ করেছেন। বিশেষ করে ২০০৬ সালের ২৮ অক্টোবর যারা শহীদ হয়েছেন—তাদের রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নে আমাদের ধৈর্য ও আনুগত্যের সঙ্গে কাজ চালিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঝিনাইদহ জেলা শাখার সেক্রেটারি ওবায়দুর রহমান খান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবির কালীগঞ্জ উপজেলার সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাওলানা সাবরুস সোবহান, আব্দুল জলিল ও শফিকুল ইসলাম শিমুল।

সভাপতির বক্তব্যে ঈশা খাঁন বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশ যে পথ হারিয়েছিল, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই পথ ফিরে পেয়েছে। ইসলামী ছাত্রশিবির বাংলাদেশে আর কোনো ২৮ অক্টোবরের পুনরাবৃত্তি হতে দেবে না।
তিনি আরও বলেন, আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি—২০০৬ সালের ২৮ অক্টোবরে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুন।

অনুষ্ঠানে থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
কালীগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
আরো পড়ুন
ভূমি সেবায় দেড় বছরে যুগান্তকারী পরিবর্তন অ্যাসিল্যান্ড মো. শাহিন আলমের, অ্যাসিল্যান্ড মো. শাহিন আলম, কালীগঞ্জের অ্যাসিল্যান্ড মো. শাহিন আলম, ঝিনাইদহ কালীগঞ্জ, নামজারি, ভূমি সেবা, অ্যাসিল্যান্ড
আরো পড়ুন
ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল
আরো পড়ুন
IMG-20251129-WA0017
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিকদরে গেট মিটিং অনুষ্ঠিত
আরো পড়ুন
কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আরো পড়ুন
Scroll to Top