বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ সদর উপজেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. আব্দুস সামাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির উদ্যোগে সদ্য অনুমোদিত সদর উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক প্রাণবন্ত আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা ও সাংগঠনিক দিকনির্দেশনা নিয়ে গুরুত্ব সহকারে মতবিনিময় করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ সদর উপজেলা কমিটির সদ্য মনোনীত সদস্য সচিব মো. আব্দুল হাকিম। সভাপতিত্ব করেন সদর উপজেলা কমিটির আহ্বায়ক সোহাগ আহমেদ শুভ।
বিশেষ অতিথি হিসেবে সভায় যোগ দেন জেলা কমিটির সদস্য সচিব সাইদুর রহমান, যিনি তার বক্তব্যে সংগঠনের আদর্শ, উদ্দেশ্য ও আগামী দিনের চ্যালেঞ্জ সম্পর্কে আলোকপাত করেন।

অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন সদর উপজেলা কমিটির মুখপাত্র তাহমিনা ইবনে হাসিম। তার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রতিটি পর্বে ছিল শৃঙ্খলা, গঠনমূলক আলোচনা এবং অংশগ্রহণকারীদের আন্তরিকতা।

বক্তারা বলেন, সমাজে বিদ্যমান বৈষম্যকে চিহ্নিত করে তা দূরীকরণের লক্ষ্যে এই সংগঠন কাজ করে যাচ্ছে। তরুণদের মাঝে ন্যায়বিচার ও সমতার চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের ছাত্রভিত্তিক উদ্যোগ সময়ের দাবি।

অনুষ্ঠান শেষে নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতের সংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

আরো পড়ুন
কালীগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
আরো পড়ুন
ভূমি সেবায় দেড় বছরে যুগান্তকারী পরিবর্তন অ্যাসিল্যান্ড মো. শাহিন আলমের, অ্যাসিল্যান্ড মো. শাহিন আলম, কালীগঞ্জের অ্যাসিল্যান্ড মো. শাহিন আলম, ঝিনাইদহ কালীগঞ্জ, নামজারি, ভূমি সেবা, অ্যাসিল্যান্ড
আরো পড়ুন
ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল
আরো পড়ুন
IMG-20251129-WA0017
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিকদরে গেট মিটিং অনুষ্ঠিত
আরো পড়ুন
কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আরো পড়ুন
Scroll to Top