ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারীদের

পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দাবি ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারীদের

শহর প্রতিবেদক, ঝিনাইদহ

পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দাবিতে ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারীদের দুই ঘণ্টার কর্মবিরতি পালন।

সোমবার (৫ মে) বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীরা নিজ নিজ কর্মক্ষেত্রে সকাল সাড়ে ৯টা থেকে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করেন।

বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদের বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদান, বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল সপ্তম থেকে ১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবি তুলেছেন তারা।

এ সময় বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা ও ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক আসাফ উদ দৌলা মাসুম, জেলা সভাপতি আমাদ উদ্দীন, নাজির সাইফুল ইসলাম নান্নু ও সিজেএম আদালতের নাজির হাবিবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
পদত্যাগ করে ঝিনাইদহ-১ আসনে নির্বাচন করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান
আরো পড়ুন
ঝিনাইদহ-২ আসনে বিএনপি জোটের প্রার্থী রাশেদ খান
আরো পড়ুন
মরণফাঁদ থেকে মুক্তি! শৈলকুপার দহকোলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে রাস্তায় নতুন প্রাণ
আরো পড়ুন
কোটচাঁদপুরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ
আরো পড়ুন
ঝিনাইদহ জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভায় হামলা
আরো পড়ুন
শৈলকুপা
আরো পড়ুন
Scroll to Top