ঝিনাইদহে মামলা

ঝিনাইদহে আ.লীগ কর্মী নিহতের ঘটনায় ৪৪ জনের নামে মামলা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আ.লীগ কর্মী নিহতের ঘটনায় ৪৪ জনের নামে মামলা হয়েছে।

জেলার সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী মোশাররফ হোসেন নিহতের ঘটনায় এলাকায় চলছে ভাঙচুর ও লুটপাট।

ঘটনার দিন গত বুধবার থেকে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত ওই গ্রামের উত্তর ও পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের ঘটনায় গতকাল ৪৪ জনকে আসামি করে সদর থানায় মামলা হয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ওই গ্রামের উত্তরপাড়ার বিএনপি নেতা আমজাদ বিশ্বাস, আরমান বিশ্বাস, ইবাদত বিশ্বাস, পূর্বপাড়ার ইয়ারুল বিশ্বাস, দেলোয়ার জোয়ার্দ্দার, রহিম উদ্দিনসহ গ্রামের অন্তত ২০টি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। পুরুষশূন্য বাড়িগুলোতে নারীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত মোশারফ হোসেনের ছেলে আনিসুর রহমান বাদী হয়ে ৪৪ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ছাড়া এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে একজনকে কুপিয়ে হত্যা

আরো পড়ুন
IMG-20251129-WA0017
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিকদরে গেট মিটিং অনুষ্ঠিত
আরো পড়ুন
কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আরো পড়ুন
FB_IMG_1764336184308
আরো পড়ুন
Oplus_131072
আরো পড়ুন
কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসের জানালা ভেঙে ৩ লাখ টাকা চুরি
আরো পড়ুন
Scroll to Top