কালীগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী: প্রজন্মের বন্ধনে হৃদয়ছোঁয়া মিলনমেলা

কালীগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী: প্রজন্মের বন্ধনে হৃদয়ছোঁয়া মিলনমেলা

বনি আমিন, কালীগঞ্জ:

কালীগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী ছিল প্রজন্মের বন্ধনে হৃদয়ছোঁয়া মিলনমেলা। ঝিনাইদহের কালীগঞ্জের ভূষণ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ঈদ-উল-ফিতর উপলক্ষে এক আবেগঘন ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

এই মিলনমেলায় উপস্থিত ছিলেন সংগঠনটির শতাধিক সাবেক ও বর্তমান দায়িত্বশীল। অনুষ্ঠানটি সবুজ হোসেনের সঞ্চলনায় হাফেজ মো. সাইফুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনটির শহীদ আবুজারের পিতা নুর ইসলাম।

অনুষ্ঠানে সাবেক জেলা সভাপতি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট ইসমাইল হোসেন, শাহাবুদ্দিন, অ্যাডভোকেট জিল্লুর রহমান ও শেখ শাহজালাল। এছাড়া, সংগঠনটির কালীগঞ্জ থানা শাখার সাবেক সভাপতি হিসেবে বক্তব্য দেন মুহাম্মদ মামুন হোসেন, আজিজুর রহমান ও আব্দুল জলিল। এছাড়া অন্যদের মধ্যে সাবেক দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুর রহমান সুমন, অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, আসাদুজ্জামান, মোহাম্মদ ইসমাইল হোসেন পলাশ এবং মোহাম্মদ হারুনুর রশিদ প্রমুখ।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল পর্যায়ের সাবেক দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য দেন তহিদুল ইসলাম (সাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রচার সম্পাদক) এবং ডাক্তার মনিরুল ইসলাম (সাবেক খুলনা মেডিকেল কলেজ)।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অঞ্চল ও থানা শাখা দায়িত্বে ছিলেন দক্ষিণ অঞ্চল আদর্শ থানা শাখার সভাপতি ইব্রাহিম হোসেন এবং পৌর শাখার পক্ষে বক্তব্য দেন পৌর সভাপতি আরাফাত হোসেন এবং ইসলামী সংগীত পরিবেশন করেন পৌর সেক্রেটারি জিহাদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জামায়াত ঘোষিত এমপি পদপ্রার্থী মাওলানা আবু তালিব, জেলা জামায়াতের তারবিয়াত ও দল নির্ধারিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা অলিউর রহমান, কালীগঞ্জ থানা আমির আ. হক মোল্লা, থানা সেক্রেটারি অধ্যাপক লুৎফর রহমান, থানা যুব সেক্রেটারি আব্দুল জলিল প্রমুখ।

দলটির শহীদদের পিতা হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন আবুজার পিতা নুর ইসলাম, শামীম আহমেদের পিতা মাওলানা রুহুল আমিন এবং মহিউদ্দিন সোহানের পিতা মহসিন আহমেদ। উপস্থিত সাবেক নেতা কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুহাম্মদ আজগর আলী।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঝিনাইদহ জেলা সভাপতি আরিফ হোসেন।

আরো পড়ুন
রাষ্ট্রীয়ভাবে দুরূদ পাঠের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান
আরো পড়ুন
ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন ও দুর্নীতি-চাঁদাবাজি
আরো পড়ুন
IMG-20250904-WA0013
আরো পড়ুন
কালীগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রার মাধ্যমে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
IMG-20250901-WA0068
আরো পড়ুন
Scroll to Top