ঝিনাইদহের কালিগঞ্জ ঊষার নেতৃত্বে পাভেল-যোবায়ের

মেজবাউর রহমান,ঝিনাইদহঃ

ঝিনাইদহ কালিগঞ্জের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন(ঊষা) এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি শিবলী রহমান পাভেল ও সাধারন সম্পাদক পদে যোবায়ের আল মাহমুদ নির্বাচিত হয়েছেন। ৯মে সোমবার কালিগঞ্জ উপজেলা মিলনাতয়নে প্রধান অতিথি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আব্দুল মজিদের উপস্থিতিতে তাদের নাম ঘোষিত হয়।

ঝিনাইদহ কালিগঞ্জের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বারা পরিচালিত এ সংগঠনটি ৩৯তম বর্ষ পেরিয়ে ৪০ তম বর্ষে পদার্পন করেছে। এ উপলক্ষে ঈদ পূণর্মিলিনী নবীণবরন ও প্রবীণ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করে ইবি, রাবি, ঢাবি, চবি, ববি, জাবি, যবি, বাকৃবি,শেকৃবি, যবিপ্রবি, পবিপ্রবি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। এসময় স্মৃতিচারণ,মতবিনিময়,সমস্যা-সম্ভাবনা ইত্যাদি নিয়ে আলচনা হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আব্দুল মজিদ,ঊষার সাবেক উপদেষ্টা সাইফুল ইসলাম ফিরোজ ,স্থায়ী ও অন্যান্য উপদেষ্টাবৃন্দ,গন্যমান্য ব্যক্তিবর্গ ও ঊষার সাবেক নেতৃবৃন্দ।এছাড়া সর্বাধিক
কার্যক্রমের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়কে পুরষ্কার প্রদান,শ্রেষ্ঠ সংগঠককে পুরষ্কার ও পূর্ববর্তী অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।

নব নিযুক্ত সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের  দর্শন ২০১৯-২০ শিক্ষাবর্ষ ও সাধারন সম্পাদক ইসলামী বিশ্ববিদ্যালয়ের টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

উল্লেখ্য ঊষা কালিগঞ্জ উপজেলার সাবেক ও বর্তমান পাবলিকিয়ানদের একটি শক্তিশালী প্লাটফর্ম এবং বিভিন্ন ধরনের সামাজিক কল্যানমূলক কাজ করে থাকে।

আরো পড়ুন
পদত্যাগ করে ঝিনাইদহ-১ আসনে নির্বাচন করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান
আরো পড়ুন
ঝিনাইদহ-২ আসনে বিএনপি জোটের প্রার্থী রাশেদ খান
আরো পড়ুন
মরণফাঁদ থেকে মুক্তি! শৈলকুপার দহকোলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে রাস্তায় নতুন প্রাণ
আরো পড়ুন
কোটচাঁদপুরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ
আরো পড়ুন
ঝিনাইদহ জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভায় হামলা
আরো পড়ুন
শৈলকুপা
আরো পড়ুন
Scroll to Top