ফিলিস্তিনের ওপর নির্যাতন: কালীগঞ্জের গাজীর বাজারে মুসলিমদের প্রতিবাদ।

ফিলিস্তিনের ওপর নির্যাতন: কালীগঞ্জের গাজীর বাজারে মুসলিমদের প্রতিবাদ।

বনি আমিন, কালীগঞ্জ:

ফিলিস্তিনের ওপর নির্যাতন: কালীগঞ্জের গাজীর বাজারে মুসলিমদের প্রতিবাদ।। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার গাজীর বাজারে ধর্মপ্রাণ মুসল্লিরা ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন।

আজ (১১ এপ্রিল) শুক্রবার বাদ আছর, বিক্ষোভটি গাজীর বাজার কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মসজিদের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালিয়াট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আহসান হাবীব। এছাড়া বক্তব্য রাখেন পান্তাডাংগা দাখিল মাদ্রাসার সাবেক সহ-সুপার ও গাজীর বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আমির হুসাইন, পান্তাপাড়া কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আওলাদ হোসেন এবং মহেশ্বর চাদা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আলী হাসান।

বিক্ষোভকারীরা হামলা বন্ধের পাশাপাশি মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান। তাঁদের হাতে ছিল বাংলাদেশের এবং ফিলিস্তিনের পতাকা, এবং “হামলা বন্ধ করো” লেখা বিভিন্ন প্ল্যাকার্ড। এই বিক্ষোভের মাধ্যমে স্থানীয় মুসল্লিরা বিশ্ব সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর এবং মানবাধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

আরো পড়ুন
কালীগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
আরো পড়ুন
ভূমি সেবায় দেড় বছরে যুগান্তকারী পরিবর্তন অ্যাসিল্যান্ড মো. শাহিন আলমের, অ্যাসিল্যান্ড মো. শাহিন আলম, কালীগঞ্জের অ্যাসিল্যান্ড মো. শাহিন আলম, ঝিনাইদহ কালীগঞ্জ, নামজারি, ভূমি সেবা, অ্যাসিল্যান্ড
আরো পড়ুন
ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল
আরো পড়ুন
IMG-20251129-WA0017
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিকদরে গেট মিটিং অনুষ্ঠিত
আরো পড়ুন
কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আরো পড়ুন
Scroll to Top