কুষ্টিয়ায় এমপি আনারের গাড়ি, ফেরত চান মেয়ে ডরিন

কুষ্টিয়ায় এমপি আনারের গাড়ি, ফেরত চান মেয়ে ডরিন

নিজেস্ব প্রতিবেদক
কুষ্টিয়ায় এমপি আনারের গাড়ি, ফেরত চান মেয়ে ডরিন। কুষ্টিয়ায় সাফিনা টাওয়ারের একটি গ্যারেজ থেকে উদ্ধার হওয়া ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িটি নিহত সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারের বলে দাবি করেছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

তিনি বলেন, “এই গাড়িটি আমার বাবার। আমিও বাবার সঙ্গে এই গাড়িতে চলাফেরা করেছি। আমরা আমাদের পারিবারিক গাড়িটি ফেরত চাই।”

গাড়িটি থেকে সংসদ সদস্য ও সিআইপি স্টিকারসহ কাগজপত্র উদ্ধার করেছে পুলিশ। গাড়ির নম্বর ‘ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০’। কেয়ারটেকার ও গাড়িচালকের ভাষ্যমতে, এটি সিগারেট কোম্পানি জেনুইন লিফ এর ব্যবহৃত গ্যারেজে রাখা ছিল।

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের মে মাসে ভারতে গিয়ে নিখোঁজ হন এমপি আনার। পরে তাকে খুন করে দেহ টুকরো করে ফেলা হয়েছে বলে জানায় ভারতীয় পুলিশ। এখনও তার মরদেহ উদ্ধার হয়নি।

আরো পড়ুন
পদত্যাগ করে ঝিনাইদহ-১ আসনে নির্বাচন করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান
আরো পড়ুন
ঝিনাইদহ-২ আসনে বিএনপি জোটের প্রার্থী রাশেদ খান
আরো পড়ুন
মরণফাঁদ থেকে মুক্তি! শৈলকুপার দহকোলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে রাস্তায় নতুন প্রাণ
আরো পড়ুন
কোটচাঁদপুরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ
আরো পড়ুন
ঝিনাইদহ জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভায় হামলা
আরো পড়ুন
শৈলকুপা
আরো পড়ুন
Scroll to Top