মাসুদ রানা, কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৯নং বারোবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন বাড়ানোর লক্ষ্যে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) বিকেলে বারোবাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মীসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহন বিশ্বাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ। তিনি তার বক্তব্যে বলেন, “এ দেশের একটি গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তারা ভোটের নামে জান্নাতের টিকিট বিক্রির মতো অপপ্রচার করছে—যার কোনো ভিত্তি কোরআন-হাদিসে নেই। এখন সময় এসেছে সচেতন হওয়ার। আগামী জাতীয় নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ৩১ দফা বাস্তবায়নের লড়াইয়ে অংশ নিতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের সরকার ক্ষমতায় এলে সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”
কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, জাবেদ আলী, আনোয়ার হোসেন, অহেদ আলী লস্কর, থানা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়ালসহ বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতা-কর্মী। নেতাকর্মীরা বলেন, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে মাঠে থাকতে হবে এবং জনগণের অধিকার পুনরুদ্ধারের এই লড়াইয়ে ঐক্যই বড় শক্তি। কর্মীসভাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যায়।