কালীগঞ্জ স্টেডিয়াম মাঠের বেহাল দশা: জনদুর্ভোগ চরমে

কালীগঞ্জ প্রতিনিধি

কালীগঞ্জ স্টেডিয়াম মাঠের বেহাল দশা: জনদুর্ভোগ চরমে। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত স্টেডিয়াম মাঠ ও এর সংলগ্ন এলাকার অব্যবস্থাপনা এখন জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তার ভগ্নদশা, বর্জ্য ফেলার ভাগাড়, যানবাহনের অনুপ্রবেশ ও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। মাঠটি হারাচ্ছে তার ক্রীড়া-উপযোগিতা।

স্থানীয় সূত্রে জানা যায়, নদীপাড়া হইতে নতুন বাজারগামী স্টেডিয়াম সংলগ্ন রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পতিত। অল্প বৃষ্টিতেই রাস্তায় জলাবদ্ধতা ও কর্দমাক্ত পরিস্থিতি সৃষ্টি হয়, ফলে পথচারীদের চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে।

অধিকন্তু, স্টেডিয়ামের মধ্যদিয়ে নিয়মিত ট্রাক, রিকশা, ভ্যান, ইজিবাইক এমনকি গোহাটার গরুর গাড়িও যাতায়াত করায় মাঠটির স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, মাঠের পার্শ্ববর্তী এলাকায় পৌরসভার বর্জ্য ভাগাড় গড়ে উঠেছে। শহরের বিভিন্ন ওয়ার্ডের ময়লা প্রতিদিন এখানে ফেলা হয়।

ফলত দুর্গন্ধে স্টেডিয়ামের পাশের মসজিদ, মাদ্রাসা ও আবাসিক এলাকার মানুষ নানাবিধ শারীরিক ও মানসিক ভোগান্তির শিকার হচ্ছেন। সন্ধ্যাবেলা যারা ব্যায়াম কিংবা খেলাধুলা করতে মাঠে আসেন, দুর্গন্ধের কারণে অনেকেই ফিরে যেতে বাধ্য হন।

স্থানীয় নাগরিকরা ক্ষোভ প্রকাশ করে জানান, সংশ্লিষ্ট প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ এ বিষয়ে দৃষ্টিপাত করছেন না। তারা দ্রুত রাস্তাঘাট সংস্কার, স্টেডিয়ামে যান চলাচল নিষিদ্ধকরণ, বর্জ্য ভাগাড় অপসারণ এবং সার্বিক পরিবেশ সংরক্ষণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো পড়ুন
IMG_20251022_164146
আরো পড়ুন
ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী চূড়ান্ত কে সে?
আরো পড়ুন
শৈলকুপার ডাউটিয়া বাজারে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি
আরো পড়ুন
Oplus_131072
আরো পড়ুন
IMG-20251010-WA0010
আরো পড়ুন
জামায়াতের আয়োজনে কালীগঞ্জের কোলা ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
আরো পড়ুন
Scroll to Top