মালিয়াট ইউনিয়নের যুবদল কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ

কালীগঞ্জ প্রতিনিধি-
কালীগঞ্জে যুবদল কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নে যুবদলের এক কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবদল কর্মী নাজমুল হোসেন ও তার সহযোগী আশিকুর রহমান উদ্যোক্তা খামিনুর রহমানকে মারধর করে নগদ অর্থ ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগে বলা হয়েছে।

ঘটনাটি ঘটে গত শনিবার (৫ জুলাই) দুপুর ২টার দিকে, যখন খামিনুর রহমান ইউনিয়ন পরিষদ থেকে ফেরার পথে পাচকাউনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছান। এ সময় আগে থেকেই ওৎ পেতে থাকা নাজমুল ও আশিক তার গতিরোধ করে মাসিক এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা খামিনুরকে মারধর করে মোটরসাইকেল থেকে ফেলে দেয় এবং তার নিকট থাকা ৬৫ হাজার ৫০০ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী খামিনুর রহমান এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। পুলিশ অভিযোগের তদন্ত শুরু করেছে এবং অভিযোগ সত্য প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।

এদিকে অভিযুক্ত নাজমুল হোসেন দাবি করেছেন, এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল। তিনি বলেন, তাঁর মা একজন ইউপি সদস্য, যিনি পরিষদে নিয়মিত যাতায়াত করেন। আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আজিজুল খাঁ ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে তাদের পরিবারকে হয়রানি করে আসছে। খামিনুর তার মায়ের কার্যক্রমে বাধা দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

মালিয়াট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল খাঁ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে।

কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দীন মাহমুদ পিয়াল জানান, অভিযোগের ভিত্তিতে নাজমুল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
IMG-20250901-WA0068
আরো পড়ুন
FB_IMG_1756717902020
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
image-230031-1756710545
আরো পড়ুন
প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে
আরো পড়ুন
Scroll to Top