৩৬ জুলাই স্মরণে কালীগঞ্জে জামায়াতের গণমিছিলে মানুষের ঢল

৩৬ জুলাই স্মরণে কালীগঞ্জে জামায়াতের গণমিছিলে মানুষের ঢল

বনি আমিন, কালীগঞ্জ:

৩৬ জুলাই স্মরণে কালীগঞ্জে জামায়াতের গণমিছিলে মানুষের ঢল। ঐতিহাসিক ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে এক শান্তিপূর্ণ গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ মিনি স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মিছিলটি মেইন বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। র‍্যালিতে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। গণমিছিলের নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর ঝিনাইদহ-৪ আসনের মনোনীত প্রার্থী মাওলানা আবু তালেব।

তিনি বলেন, ৩৬ জুলাই গণআন্দোলন আমাদের আত্মত্যাগ ও ন্যায়ের সংগ্রামের প্রতীক। তাঁর বক্তব্যে সংগঠনের ঘোষিত সাত দফা দাবি পেশ করা হয়, যাতে গণহত্যার বিচার, রাষ্ট্রীয় সংস্কার ও রাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। মিছিল ও সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা তার্বিয়াহ সেক্রেটারি মাওলানা অলিউর রহমান, থানা জামায়াতের আমির আব্দুল হক মোল্লা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রাষ্ট্রে ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত না হলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। সাত দফা বাস্তবায়নের মধ্য দিয়েই একটি ন্যায্য ও স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা যেতে পারে বলে তাঁরা মত দেন।

৩৬ জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারা আরো বলেন, এই আন্দোলনের শহীদরা জাতির জন্য নতুন পথ দেখিয়েছেন। তাঁরা ন্যায় ও গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন। বক্তারা জোর দিয়ে বলেন শহীদদের আত্মত্যাগ যেন অমূল্য না হয়, সে জন্য হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। তাঁদের মতে, এই দাবি শুধু জামায়াতের নয়, এটি সমগ্র জাতির নৈতিক দাবি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার অপরিহার্য অংশ।

আরো পড়ুন
IMG-20250829-WA0073
আরো পড়ুন
IMG-20250827-WA0033
আরো পড়ুন
IMG_20250828_073232_(300_x_300_pixel)
আরো পড়ুন
Copy of Public_20250825_201535_0000
আরো পড়ুন
ঢাকায় ঝিনাইদহ যুবলীগ ও আ.লীগ নেতাকে গ্রেপ্তার
আরো পড়ুন
IMG-20250823-WA0026
আরো পড়ুন
Scroll to Top