ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী চূড়ান্ত কে সে?

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, কে সে? দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিএনপির মনোনয়ন দৌড় এখন চূড়ান্ত পর্যায়ে

নিজস্ব প্রতিবেদক │ ঢাকা থেকে

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, কে সে? ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-ঝিনাইদহ সদরের একাংশ) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হিসেবে সাইফুল ইসলাম ফিরোজের নাম প্রায় নিশ্চিত বলে দলীয় সূত্রে জানা গেছে। সমকালের অনুসন্ধান অনুযায়ী, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসনগুলোর মধ্যে এই আসনে ইতিমধ্যেই স্থানীয় পর্যায়ে নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে ফিরোজের নেতৃত্বে।

দলীয় উচ্চপর্যায়ের বৈঠকে তাঁকে আনুষ্ঠানিকভাবে “সবুজ সংকেত” দেওয়া হয়েছে বলে বিএনপির একাধিক নেতা নিশ্চিত করেছেন। এ ছাড়া চুয়াডাঙ্গা ও যশোর জেলার কয়েকজন প্রার্থীও নির্বাচনী প্রস্তুতি নিতে দলের নির্দেশ পেয়েছেন।

সূত্র জানায়, চুয়াডাঙ্গা-১ আসনে সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু, চুয়াডাঙ্গা-২ আসনে মাহমুদ হাসান খান এবং ঝিনাইদহ-৪-এ সাইফুল ইসলাম ফিরোজকে প্রার্থিতার বিষয়ে অবহিত করা হয়েছে। তাদের মধ্যে অন্তত একজন দলের মনোনয়ন নিশ্চিত হওয়ার কথা স্বীকার করেছেন।

ঝিনাইদহ অঞ্চলে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল। স্থানীয় নেতাদের একটি অংশ মনে করছিলেন—দল এবার তরুণ ও গ্রহণযোগ্য মুখকে অগ্রাধিকার দেবে। তবে কেন্দ্রীয় সিদ্ধান্তে অভিজ্ঞ ও সাংগঠনিকভাবে শক্তিশালী ফিরোজকে মাঠে নামানোর সিদ্ধান্তেই স্থির হয়েছে দল।

বিএনপির এক কেন্দ্রীয় নেতা বলেন, “দল এবার যেসব এলাকায় প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থান রাখতে পারবে, সেখানে অভিজ্ঞ নেতাদের প্রাধান্য দিচ্ছে। ঝিনাইদহ-৪ তেমন একটি আসন।”

এদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যান্য আসনেও মনোনয়ন চূড়ান্তের পথে। যশোর-৩ আসনে অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা-৩-এ রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪-এ আজিজুল বারী হেলাল, পটুয়াখালী-৪-এ এবিএম মোশারফ হোসেন, ভোলা-২-এ হাফিজ ইব্রাহীম এবং বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপনের নাম দলীয়ভাবে আলোচনায় রয়েছে।

দলীয় সূত্র জানায়, বিএনপি এবার তরুণ ও দক্ষ সংগঠকদেরও অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ করে ছাত্রদল থেকে উঠে আসা একাধিক নেতার নাম মনোনয়ন তালিকায় যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ফজলুর রহমান খোকন, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণসাইফ মাহমুদ জুয়েল

ঝিনাইদহে স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, সাইফুল ইসলাম ফিরোজ মাঠপর্যায়ে বেশ সক্রিয়। গত এক মাস ধরে তিনি বিভিন্ন ইউনিয়নে তৃণমূল কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করছেন। তার প্রচারণায় “দল পুনর্গঠন ও পরিবর্তনের বার্তা” মুখ্য বিষয় হিসেবে উঠে এসেছে।

দলীয় সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা এখন কেবল সময়ের অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে, ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে সাইফুল ইসলাম ফিরোজেরই নাম ব্যালটপেপারে দেখা যেতে পারে — এমনটাই বলছে দলীয় ও স্থানীয় সূত্র।

আরো পড়ুন
ঝিনাইদহ-৪ আসনে ফিরোজের হাতেই থাকছে ধানের শীষ?
আরো পড়ুন
কালীগঞ্জে হামিদুল ইসলাম হামিদের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভা
আরো পড়ুন
কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত
আরো পড়ুন
নিয়ামতপুরে জামায়াতের উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
আরো পড়ুন
আমার জনপ্রিয়তাই এখন তাদের আতঙ্ক, অন্ধকারেই ছিঁড়ছে পোস্টার: মাও. আবু তালেব
আরো পড়ুন
পদত্যাগ করে ঝিনাইদহ-১ আসনে নির্বাচন করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান
আরো পড়ুন
Scroll to Top