শৈলকুপার দিগনগর ইউনিয়নে ভি জি এফ-এর চাউল বিতরণ সম্পন্ন

আব্দুস সামাদ, শৈলকুপা

শৈলকুপার দিগনগর ইউনিয়নে ভি জি এফ-এর চাউল বিতরণ সম্পন্ন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৩ নং দিগনগর ইউনিয়নে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিডব্লিউব (Vulnerable Group Feeding – VGF) এর চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এবারের বিতরণে মোট ১৪০ জন উপকারভোগী পেয়েছেন দুই মাসের বরাদ্দ অনুযায়ী চাল।

২০২৩-২০২৪ অর্থবছরে যারা এই কর্মসূচির অধীনে অন্তর্ভুক্ত ছিলেন, তাদের মধ্যেই পুনরায় এই চাল বিতরণ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রত্যেক উপকারভোগীর মাঝে চাল পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করেছে।

এ প্রসঙ্গে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাহ আলম বক্তব্যে বলেন”আলহামদুলিল্লাহ, সরকারের পক্ষ থেকে প্রাপ্ত এই সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে আমরা আন্তরিকভাবে কাজ করেছি। ১৪০ জন দরিদ্র পরিবারকে দুই মাসের চাউল দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

উল্লেখ্য, চাল বিতরণের পুরো প্রক্রিয়াটি স্থানীয় জনপ্রতিনিধি, পরিষদের সদস্যবৃন্দ এবং কর্মচারীদের সমন্বয়ে সম্পাদিত হয়। এতে উপস্থিত ছিলেন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরাও।

এ ধরনের উদ্যোগ গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জন্য বাস্তবিক অর্থেই আশীর্বাদস্বরূপ। সরকারের এই ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি অব্যাহত থাকলে দরিদ্র জনগণের জীবনমান উন্নয়ন সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অনেকে।

আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
IMG-20250901-WA0068
আরো পড়ুন
FB_IMG_1756717902020
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
image-230031-1756710545
আরো পড়ুন
প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে
আরো পড়ুন
Scroll to Top