শৃঙ্খলা ফেরাতে কালীগঞ্জের সড়কে ওসির প্রত্যক্ষ অভিযান

বনি আমিন, কালীগঞ্জ:

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের প্রবেশপথ যানজটমুক্ত ও ঝিনাইদহ-যশোর মহা সড়কে শৃংখলা ফেরাতে জনসচেতনতামূলক অভিযান চালিয়েছে কালীগঞ্জ থানা পুলিশ । শুক্রবার (২ এপ্রিল) সকাল ১০ টার পর শহরের মেইন বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করা হয় ।

অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার । অভিযান পরিচালনার সময় রাস্তার উপর অবৈধভাবে  যত্রতত্র পার্কিং করে রাখা বাস, ট্রাক, পিকআপ, ব্যাটারি চালিত ইজিবাইক রিক্সা, ভ্যান  সরিয়ে দেওয়া হয় । সে সময় ভবিষ্যতে রাস্তার উপর গাড়ি রেখে স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে কঠোর আইন প্রয়োগ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে পুলিশ ।

উল্লেখ্য, ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের লক্ষ্যে নির্মাণ কাজ চলমান রয়েছে। কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় উড়ন্ত সেতু নির্মাণ কাজ চলছে। ব্যস্ততম এই বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কসমূহ  নিরাপদে ব্যবহার করার জন্য পৌর কর্তৃপক্ষকে সচেতনতামূলক কোন পদক্ষেপ গ্রহণ করতে দেখা না গেলেও কালীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে ওসির এ ধরনের উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি এবং নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম সংগঠক শিপলু জামান,গণমাধ্যম কর্মী এবং কালীগঞ্জ থানার একাধিক কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন , সড়কে শৃংখলা ফেরাতে থানা পুলিশের পক্ষ থেকে সচেতনতমূলক অভিযান পরিচালনা করা হয়েছে । জননিরাপত্তার জন্য এধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি যোগ করেন ।

আরো পড়ুন
কালীগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
আরো পড়ুন
ভূমি সেবায় দেড় বছরে যুগান্তকারী পরিবর্তন অ্যাসিল্যান্ড মো. শাহিন আলমের, অ্যাসিল্যান্ড মো. শাহিন আলম, কালীগঞ্জের অ্যাসিল্যান্ড মো. শাহিন আলম, ঝিনাইদহ কালীগঞ্জ, নামজারি, ভূমি সেবা, অ্যাসিল্যান্ড
আরো পড়ুন
ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল
আরো পড়ুন
IMG-20251129-WA0017
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিকদরে গেট মিটিং অনুষ্ঠিত
আরো পড়ুন
কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আরো পড়ুন
Scroll to Top