20250417 144940 0000

মাদক সেবনের ভিডিও ধারণ করায় প্রাণনাশের চেষ্টা! থানায় অভিযোগ।

বনি আমিন, কালীগঞ্জ

মাদক সেবনের ভিডিও ধারণ করায় প্রাণনাশের চেষ্টা করে এক দল দুর্বৃত্ত। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুরে প্রকাশ্যে ধারালো দা ও লোহার রড দিয়ে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ইহসানুল হক হোসাইনকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে জানা গেছে। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় ভুক্তভোগীকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ৮ এপ্রিল বাকুলিয়া বেজপাড়া মাঠে মাদক সেবনের সময় অভিযুক্তদের ভিডিও ধারণ করলে তারা ভুক্তভোগীকে গালিগালাজ ও হত্যার হুমকি দেয়। ১৭ এপ্রিল সকাল ১১টার দিকে শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ের পেছনে কাঁচা রাস্তায় পথরোধ করে ইহসানুলের ওপর হামলা চালায় অভিযুক্তরা।

অভিযুক্তরা হলেন—মো. মুন্না (২১), পিতা মো. সাইদুল মন্ডল; মো. রিয়াজ (৩০), মাতা মোছা. মালেকা বেগম (পিতার নাম অজ্ঞাত); মো. শাকিল হোসেন (২২), পিতা মো. ইসমাইল; মো. রানা (৩০), পিতার নাম অজ্ঞাত এবং মো. সাব্বির (২১), পিতা মো. জাহাঙ্গীর প্রত্যেকেই শ্রীরামপুর ও বাকুলিয়া এলাকার বাসিন্দা। মুন্না মাথায় দা দিয়ে কোপ দেয়, রিয়াজ নেতৃত্ব দেয়, বাকিরা রড ও লাঠি দিয়ে মারধর করে। স্থানীয়দের মতে, অভিযুক্তরা এলাকায় মাদক সেবন ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

ইহসানুলের চিৎকারে মো. সবুজ খান ও মো. তরিকুল ইসলামসহ আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ইহসানুল হাসপাতালে ভর্তি হন। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি থানায় লিখিত অভিযোগ করেন। ঘটনার পর বাকুলিয়া ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং খুব দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন
ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন ও দুর্নীতি-চাঁদাবাজি
আরো পড়ুন
IMG-20250904-WA0013
আরো পড়ুন
কালীগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রার মাধ্যমে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
IMG-20250901-WA0068
আরো পড়ুন
FB_IMG_1756717902020
আরো পড়ুন
Scroll to Top