ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন ও দুর্নীতি-চাঁদাবাজি

ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন ও দুর্নীতি-চাঁদাবাজি বন্ধের অঙ্গীকার অধ্যাপক আলী আজমের

সাইফুল ইসলাম, ঝিনাইদহ –
ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন ও দুর্নীতি-চাঁদাবাজি বন্ধের অঙ্গীকার অধ্যাপক আলী আজমের। ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকেলে জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মো. আবু বকর। তিনি বলেন, আমরা একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে চাই। দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন বন্ধ করতে হবে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কৃষক যেন তাদের ফসলের ন্যায্যমূল্য পান, শ্রমজীবী মানুষ যেন তাদের ন্যায্য অধিকার পান সেই ব্যবস্থাই আমরা গড়ে তুলতে চাই। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। সমাজে ন্যায়-নীতি ও সাম্যের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন,এদেশের মানুষ পরিবর্তন চায়। তারা দুর্নীতিমুক্ত প্রশাসন, সৎ নেতৃত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠা দেখতে চায়। আমরা জনগণের সেই প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি কাজী ছগির আহমেদ, সদর উপজেলা আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ড. মাওলানা হাবিবুর রহমান, সাবেক আমীর মতিয়ার রহমান, ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ড. মনোয়ার হোসেন,উপজেলা সেক্রেটারি আলী আহসান, উপজেলা সহকারী সেক্রেটারি আলমগীর হুসাইন এবং সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি শিহাব শিকদার প্রমূখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন এবং সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মোহাম্মদ রফিকুল ইসলাম।

আরো পড়ুন
IMG-20250904-WA0013
আরো পড়ুন
কালীগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রার মাধ্যমে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
IMG-20250901-WA0068
আরো পড়ুন
FB_IMG_1756717902020
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
Scroll to Top