জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
ঝিনাইদহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জনগণের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এর সভাপতিত্বে সভার শুরুতেই গত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণ মূলক দাবি সর্বসম্মতিক্রমে বাস্তবায়ন করেন। এছাড়া বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্প থেকে আগত অফিসার, ফোর্স এবং পুলিশ লাইন্সের অফিসার ও ফোর্সদের সাথে সামগ্রিক সমস্যা নিয়ে কথা বলেন।
সভাতে পুলিশ সুপার তাদের উল্লেখিত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের নির্দেশ প্রদান করেন এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থেকে জনসাধারণের সর্বোচ্চ পুলিশী সেবা প্রদানের আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার,কোটচাঁদপুর সার্কেল, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১,জেলা গোয়েন্দা শাখা, ট্রাফিক ইন্সপেক্টর,কোর্ট ইন্সপেক্টর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা,অফিসার ও ফোর্সবৃন্দ।