বনি আমিন, কালীগঞ্জ:
কালীগঞ্জে সাংবাদিক মোমিনুর রহমান মন্টুর পিতার ইন্তেকাল করেছেন। দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোমিনুর রহমান মন্টুর পিতা বদর উদ্দীন (৮৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে নিজ বাসভবনে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার পুত্র, এক কন্যা এবং বহু আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বদর উদ্দীনের মৃত্যুতে সাংবাদিক মহল, রাজনৈতিক অঙ্গন এবং স্থানীয় সমাজে শোকের ছায়া নেমে আসে।
মরহুমের মৃত্যু সংবাদে কালীগঞ্জের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ তার বাড়িতে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন। সোমবার আসর নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।