যুবকের নিখোঁজ

কালীগঞ্জে যুবকের নিখোঁজ: পরিবারের উদ্বেগ

বনি আমিন কালীগঞ্জ:

কালীগঞ্জে যুবকের নিখোঁজ: পরিবারের উদ্বেগকালীগঞ্জে যুবকের নিখোঁজ এর ঘটনায় পরিবারের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে। গত ১লা এপ্রিল, ২০২৫ ইং তারিখে কালীগঞ্জ উপজেলার বড় তালিয়ান গ্রামের মাওলানা ইউনুস আলীর ছেলে ইমরান আহমেদ (৩০) নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পরিবারের সূত্রে জানা যায়, ইমরান আহমেদ ওইদিন সকাল ১০টার দিকে বাড়ি থেকে কালীগঞ্জে যাওয়ার কথা বলে বের হন। কিন্তু এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। তার সঙ্গে কোনো মোবাইল ফোন ছিল না, ফলে যোগাযোগ করা সম্ভব হয়নি। আত্মীয়স্বজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

ইমরান আহমেদ দেড় বছর আগে বিবাহ করেছেন, তবে তার কোনো সন্তান নেই। পরিবারের সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। নিখোঁজ হওয়ার পর থেকে তার স্ত্রী ও পিতা-মাতা গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, “আমরা সাধারণ ডায়েরি গ্রহণ করেছি এবং ব্যক্তিকে খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। কোনো তথ্য পাওয়া গেলে পরিবারকে জানানো হবে।”

আরো পড়ুন
কালীগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
আরো পড়ুন
ভূমি সেবায় দেড় বছরে যুগান্তকারী পরিবর্তন অ্যাসিল্যান্ড মো. শাহিন আলমের, অ্যাসিল্যান্ড মো. শাহিন আলম, কালীগঞ্জের অ্যাসিল্যান্ড মো. শাহিন আলম, ঝিনাইদহ কালীগঞ্জ, নামজারি, ভূমি সেবা, অ্যাসিল্যান্ড
আরো পড়ুন
ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল
আরো পড়ুন
IMG-20251129-WA0017
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিকদরে গেট মিটিং অনুষ্ঠিত
আরো পড়ুন
কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আরো পড়ুন
Scroll to Top