ঝিনাইদহে চোর সন্দেহে পিটিয়ে হত্যা

ঝিনাইদহে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ। ঝিনাইদহ শহরে চোর সন্দেহে আটক করে মারধরের শিকার হয়ে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম সুজন হোসেন (৩৫)। তিনি ঝিনাইদহ শহরের হামদহ পাওয়ারহাউজপাড়ার বাসিন্দা এবং পেশায় বেলুন বিক্রেতা ছিলেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে এক নারীর ভ্যানিটি ব্যাগ চুরির অভিযোগ ওঠে। এসময় উপস্থিত কয়েকজন সুজনকে চোর সন্দেহে আটক করে। পরে তাকে প্রকাশ্যে মারধর করা হয়।

প্রচণ্ড মারধরের কারণে তিনি অসুস্থ হয়ে পড়লেও অভিযুক্তরা তাকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা না করে সেখানে ফেলে রেখে চলে যায়। পরদিন বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কয়েকজন দয়াবশত তাকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু টানা একদিন মৃত্যুর সঙ্গে লড়ে শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

সুজনের স্বজনরা জানিয়েছেন, তিনি নিরীহ ও অসচ্ছল পরিবারে জন্ম নেওয়া একজন সাধারণ মানুষ। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে শহরে ঘুরে ঘুরে বেলুন বিক্রি করতেন। চোর হিসেবে অভিযুক্ত করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের দাবি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা ইতোমধ্যে তথ্য সংগ্রহ শুরু করেছি। দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”

সর্বশেষ তথ্য অনুযায়ী ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলেন, আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে এভাবে পিটিয়ে হত্যার ঘটনা খুবই দুঃখজনক। তারা দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে চোর, ডাকাত বা ছিনতাইকারী সন্দেহে জনতার হাতে আটক ব্যক্তিদের গণপিটুনির শিকার হয়ে মৃত্যুর ঘটনা বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, অনেক সময় নিরীহ বা ভুল বোঝাবুঝির শিকার সাধারণ মানুষও এসব ঘটনায় প্রাণ হারাচ্ছেন।

আইন বিশেষজ্ঞদের মতে, “যে কোনো অপরাধের বিচার আদালতের মাধ্যমে হতে হবে। জনতার হাতে আইন তুলে নেওয়া কখনোই কাম্য নয়। এতে একদিকে যেমন নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে আইনের শাসন দুর্বল হয়।”

এমন ঘটনায় সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

আরো পড়ুন
ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত অন্তত ৫, ভাঙচুরে আতঙ্ক
আরো পড়ুন
ঝিনাইদহে সার-কীটনাশকের দোকানে অভিযান, জরিমানা
আরো পড়ুন
ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন ও দুর্নীতি-চাঁদাবাজি
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
সরকারি ফ্ল্যাট-গাড়ি
আরো পড়ুন
ঢাকায় ঝিনাইদহ যুবলীগ ও আ.লীগ নেতাকে গ্রেপ্তার
আরো পড়ুন
Scroll to Top