ঝিনাইদহে এসএসসি/সমমান পরীক্ষার্থীদের জন্য শিবিরের হেল্প ডেস্ক

এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ঝিনাইদহে শিবিরের হেল্প ডেস্ক চালু

সাইফুল ইসলাম, ঝিনাইদহ

এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ঝিনাইদহে শিবিরের হেল্প ডেস্ক চালু করেছে। সারাদেশে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এদিকে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে কিছু নির্দেশনা জারি করেছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

তাই এসএসসি/সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্কসহ বিভিন্ন সহায়তা কেন্দ্র নিয়ে পরীক্ষার্থীদের সাহায্য করতে দেখা গেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঝিনাইদহ শহর শাখাকে। এতে খুশি হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিক্ষার্থীরা ।

বৃহস্পতিবার শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা যায়, ঝিনাইদহ শহর শিবির শাখার উদ্যোগে পানি, কলম, স্যালাইন, ফাইলসহ বিভিন্ন সামগ্রী নিয়ে পরিক্ষার্থীদের সহায়তা করছেন তারা। পরীক্ষা কেন্দ্র দেখিয়ে দেওয়াসহ বিভিন্ন তথ্য প্রদান করতেও দেখা যায় তাদের। পাশাপাশি প্রাথমিক চিকিৎসা সেবার জন্য মেডিকেল টিমও আছে তাদের সঙ্গে। একই সঙ্গে তথ্য সহায়তা কেন্দ্রের পেছনেই তাদের আছে অভিভাবকদের জন্য বসার জায়গা।

ঝিনাইদহ শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান রাজু ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ঘুরে ঘুরে এই কাজের তত্ত্বাবধান করছেন।

এবিষয়ে ঝিনাইদহ শহর ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসান রাজু বলেন এসএসসি/সমমানের পরিক্ষা যতোদিন চলমান থাকবে। তাদের জন্য আমাদের এই সেবা চলমান থাকবে।

আরো পড়ুন
ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন ও দুর্নীতি-চাঁদাবাজি
আরো পড়ুন
IMG-20250904-WA0013
আরো পড়ুন
কালীগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রার মাধ্যমে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
IMG-20250901-WA0068
আরো পড়ুন
FB_IMG_1756717902020
আরো পড়ুন
Scroll to Top