মাহ্তাব উদ্দিন কলেজের অধ্যক্ষকে ছাত্রশিবিরের অভ্যর্থনা

কালীগঞ্জে মাহ্তাব উদ্দিন কলেজের অধ্যক্ষকে ছাত্রশিবিরের অভ্যর্থনা

বনি আমিন, কালীগঞ্জ:

 

কালীগঞ্জ সরকারি মাহ্তাব উদ্দিন কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ চিন্ময় বাড়ৈ কলেজে যোগদান উপলক্ষে সৈজন্য সাক্ষাত ও শুভেচ্ছা জানিয়েছে কালীগঞ্জ ইসলামী ছাত্রশিবিরের  কলেজ শাখা।

মাহ্তাব উদ্দিন কলেজের অধ্যক্ষকে ছাত্রশিবিরের অভ্যর্থনা
মাহ্তাব উদ্দিন কলেজের অধ্যক্ষকে ছাত্রশিবিরের অভ্যর্থনা

সোমবার (১৪ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আরিফ হোসেনের নেতৃত্বে এ সৈজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় কলেজের সকল শিক্ষককে কলেজ শাখার সভাপতি হুসাইন আহমেদ মিষ্টিমুখ করান। এসময় ছাত্রশিবিরের নেতারা কলেজে একটি শিক্ষাবান্ধব, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ ভিত্তিক পরিবেশ গঠনের লক্ষ্যে অধ্যক্ষের কাছে কিছু দাবিও উপস্থাপন করেন।

সৈজন্য় সাক্ষাত শেষে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলেজ শাখার উদ্যোগে “সলিডারিটি উইথ প্যালেস্টাইন” শীর্ষক কর্মসূচি পালিত হয়। কর্মসূচির আওতায় কলেজের বিভিন্ন ভবনে উত্তোলন করা হয় ফিলিস্তিনের জাতীয় পতাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা সভাপতি মাজেদুল ইসলাম, মো. তালহা জুবায়ের, আবুল হাসনাত মুর্তজা, হাফেজ সোহাগ মাহমুদ, ইব্রাহিম হোসেন এবং আবুজর গিফারী প্রমুখ।

আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
IMG-20250904-WA0013
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
IMG-20250901-WA0068
আরো পড়ুন
FB_IMG_1756717902020
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
Scroll to Top