কালীগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রের ওপর বর্বর হামলা, অপরাধীর শাস্তির দাবিতে মানববন্ধন

বনি আমিন, কালীগঞ্জ:

কালীগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রের ওপর বর্বর হামলা, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ নম্বর রাখালগাছি ইউনিয়নের কুল্ল্যাপাড়া গ্রামে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী গিফারীকে নির্মমভাবে কুপিয়ে জখম করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৪টায় কালীগঞ্জ থানার সামনে গ্রামবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে গিফারীর পরিবারসহ শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বিলে মাছ ধরতে যাওয়ার সময় মনোহরপুর গ্রামের এক ব্যক্তির নেতৃত্বে গিফারীর ওপর বর্বর হামলা চালানো হয়। এই নির্মম ঘটনায় শিশু গিফারী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মানববন্ধন থেকে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অংশগ্রহণকারীরা।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, ঘটনার পরপরই গিফারীর পরিবার থানায় লিখিত অভিযোগ করেন এবং তাৎক্ষণিকভাবে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে বাদী আসামিদের নাম-পরিচয় জানাতে পারেননি।

তবে মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অচিরেই আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন
Oplus_131072
আরো পড়ুন
Oplus_131072
আরো পড়ুন
ড. মাওলানা হাবিবুর রহমান
আরো পড়ুন
কালীগঞ্জে শিমলা-রোকনপুরে জামায়াতের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত
আরো পড়ুন
IMG-20251024-WA0021
আরো পড়ুন
IMG-20251024-WA0016
আরো পড়ুন
Scroll to Top