কালীগঞ্জ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে দাড়িপাল্লা প্রার্থী মাওলানা আবু তালিবের হাতে গাড়ির চাবি হস্তান্তর।

কালীগঞ্জ প্রতিনিধি

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের আংশিক এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবু তালিব ও নির্বাচনী পরিচালক মাওলানা ওলিউর রহমানের হাতে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য একটি গাড়ির চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

গাড়ি হস্তান্তর করেন কালীগঞ্জ উন্নয়ন ফোরামের প্রধান উপদেষ্টা শেখ শাহজালাল, উপদেষ্টা জিল্লুর রহমান ও শাহাবুদ্দীন সাদ্দাম, সভাপতি সুহিন হুসাইন, সাধারণ সম্পাদক আরিজ মিয়া, সদস্য আব্দুল জলিল ও সাদ্দাম হুসাইন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচনী মাঠে দাড়িপাল্লা প্রতীকের প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুন্দরভাবে পরিচালিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা আশা প্রকাশ করেন, এই যানবাহন ব্যবহার করে মাঠ পর্যায়ে যোগাযোগ, প্রচারণা ও জনসম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, কালীগঞ্জ উন্নয়ন ফোরাম সবসময় সামাজিক কল্যাণ ও ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে আসছে। আসন্ন জাতীয় নির্বাচনে ন্যায়, সত্য ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় দাড়িপাল্লা প্রতীকের বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওলিউর রহমান। দোয়ায় দেশ, জাতি ও নির্বাচনী প্রচারণার সাফল্য কামনা করা হয়।

আরো পড়ুন
শৈলকুপার ডাউটিয়া বাজারে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি
আরো পড়ুন
Oplus_131072
আরো পড়ুন
জামায়াতের আয়োজনে কালীগঞ্জের কোলা ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
আরো পড়ুন
Picsart_25-09-21_19-04-44-013
আরো পড়ুন
ঝিনাইদহ জেলা জামায়াতের সুধী সমাবেশ
আরো পড়ুন
কালো ধোঁয়ার তাণ্ডব: জনজীবন বিপন্ন
আরো পড়ুন
Scroll to Top