কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
কালীগঞ্জে হত্যা মামলার আসামিকে পাশে নিয়ে দলীয় কর্মসূচি, ক্ষোভে এলাকাবাসী। ঝিনাইদহের কালীগঞ্জে বহুল আলোচিত দ্বৈত হত্যা মামলার প্রধান আসামি ও বহিষ্কৃত উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলামকে পাশে নিয়ে কর্মসূচি পালন করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এতে বিএনপির ভেতরে-বাইরে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
গত ১ জুন উপজেলার জামাল ইউনিয়নের তালিয়ান শ্মশান ঘাটে বিএনপি নেতা ইউনুস আলী বিশ্বাস ও মহব্বত আলী বিশ্বাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এলাকাবাসীর ভাষ্য, নুরুল চেয়ারম্যানের নেতৃত্বে (অস্ত্রসহ গ্রেপ্তারকৃত) সন্ত্রাসী ঘ্যেনা ও তার সহযোগী চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড চালায়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়। ঘটনার পর কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ঝিনাইদহ জেলা বিএনপি নুরুল ইসলাম ও আশরাফ মুহুরীকে দল থেকে বহিষ্কার করে। তবে সম্প্রতি অনুষ্ঠিত দলীয় কর্মসূচিতে তাকে সামনের সারিতেই দেখা গেছে। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, “একদিকে বিএনপি’র দলীয় কর্মী খুনের মামলার আসামি, অন্যদিকে বহিষ্কৃত নেতা, এমন একজনকে সামনে রেখে রাজনীতি করা শুধু দলের ভাবমূর্তিই ক্ষুণ্ণ করছে না, নিহত পরিবারের ন্যায়বিচারের দাবিকে প্রশ্নবিদ্ধ করছে।” সচেতন মহল বলছে, “অপরাধে অভিযুক্তদের রাজনৈতিক কর্মকাণ্ডে স্থান দিলে তা খুনিদের প্রশ্রয় দেওয়ার শামিল হবে। এতে আইনের শাসন প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়বে।”