এপ্রিলে নির্বাচন, নতুন ষড়যন্ত্রের ইঙ্গিত

“নতুন রাষ্ট্রের স্বপ্নে জুলাই ঘোষণাপত্র” — ঝিনাইদহে তরুণ নেতাদের ভাবনার আলোচনা সভা

সাইফুল ইসলাম ঝিনাইদহ-

“নতুন রাষ্ট্রের স্বপ্নে জুলাই ঘোষণাপত্র”— ঝিনাইদহে তরুণ নেতাদের ভাবনার আলোচনা সভা। “স্বাধীনতা যেমন এসেছিলো একটি ঘোষণার মধ্য দিয়ে, তেমনি নতুন রাষ্ট্র গঠনের লড়াইও শুরু হোক একটি ঘোষণাপত্র দিয়েই”—এমন প্রত্যয়ে অনুষ্ঠিত হলো ঝিনাইদহে ‘জুলাই ঘোষণাপত্র: তরুণ রাজনৈতিক নেতৃবৃন্দের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা।

বৃহস্পতিবার বিকেলে শহরের আহার রেস্টুরেন্টে এ আয়োজন করে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের মুখপাত্র শাহরিন সুলতানা ইরা। সঞ্চালনায় ছিলেন ঝিনাইদহের সংগঠক ইমরান হোসেন।

বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ছাত্রনেতা সাইদুর রহমান, এইচ এম নাঈম আহমেদ, চিকিৎসক ডা. মনিরুল ইসলাম, শিবির সভাপতি মেহেদি হাসান রাজু, এনসিপি সংগঠক নাসির আল সাদি প্রমুখ।

বক্তারা বলেন, ৫ আগস্ট ২০২৪ সালের ‘জুলাই গণ-অভ্যুত্থান’ ছিল নতুন রাজনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচনের মুহূর্ত। তারা বলেন, এই অভ্যুত্থান কেবল সরকারের পতন নয়, বরং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রাম। অথচ এখন পর্যন্ত এই আন্দোলনকে রাজনৈতিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি, যা হতাশাজনক।

তাঁরা আরও বলেন, ‘জুলাই ঘোষণাপত্র’ কেবল রাজনৈতিক বার্তা নয়, এটি জাতীয় আত্মপরিচয়ের পুনর্গঠনের দলিল। জনগণের রক্ত ও আত্মত্যাগের মর্যাদা রক্ষায় অবিলম্বে এ ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান বক্তারা।

আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
IMG-20250901-WA0068
আরো পড়ুন
FB_IMG_1756717902020
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
image-230031-1756710545
আরো পড়ুন
প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে
আরো পড়ুন
Scroll to Top