ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে আনন্দে উচ্ছ্বসিত সাংবাদিকপুত্র স্বার্থক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে আনন্দে উচ্ছ্বসিত সাংবাদিকপুত্র স্বার্থক

 এ.এস আব্দুস সামাদ:

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে আনন্দে উচ্ছ্বসিত সাংবাদিকপুত্র স্বার্থক। শৈলকুপা কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট এসোসিয়েশনের ২০২৪ সালের বৃত্তি পরীক্ষার ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। ফলাফল ঘোষণার পর এক আনন্দঘন পরিবেশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

এবারের বৃত্তি পরীক্ষায় প্রথম শ্রেণি থেকে অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখে সাংবাদিক এইচ এম ইমরানের একমাত্র পুত্র ইয়াসির আরাফাত স্বার্থক। নিজ মেধা ও দক্ষতায় সে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত হওয়ার গৌরব অর্জন করে।

গত ২ জুন, সোমবার কবিরপুর কিন্ডারগার্টেনের পরিচালক জনাব মতিন রহমান আনুষ্ঠানিকভাবে স্বার্থকের হাতে বৃত্তির সনদ ও নগদ অর্থ তুলে দেন। এই বিশেষ মুহূর্তে উপস্থিত সবাই শিশুটির উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

সনদ ও পুরস্কার গ্রহণের পর খুশিতে চোখ মুখ ঝলমল করে ওঠে ইয়াসির আরাফাত স্বার্থকের। মিষ্টি হাসিতে তার মুখভর পূর্ণ হয়ে ওঠে। উপস্থিত জনতার করতালিতে প্রতিধ্বনিত হয় তার সাফল্যের জয়ধ্বনি।

তরুণ এই শিক্ষার্থীর এ অর্জন নিঃসন্দেহে তার পরিবারের জন্য যেমন গর্বের, তেমনি শিক্ষাঙ্গনের জন্যও এক অনুপ্রেরণার উৎস। ভবিষ্যতে সে আরও উচ্চতর সাফল্যের পথে এগিয়ে যাবে — এমনটাই প্রত্যাশা সবার।

আরো পড়ুন
প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে
আরো পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র এখন ঝিনাইদহে
আরো পড়ুন
মহেশপুরে অধ্যাপক মতিয়ার রহমান টুর্নামেন্টের ফাইনালে পৌরসভা একাদশের জয়
আরো পড়ুন
সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ সংস্কারে ছাত্রশিবিরের ৩০ দফা প্রস্তাবনা
আরো পড়ুন
IMG_20250828_073232_(300_x_300_pixel)
আরো পড়ুন
সরকারি ফ্ল্যাট-গাড়ি
আরো পড়ুন
Scroll to Top