কালীগঞ্জের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

সোহাগ হোসেন, কালীগঞ্জ

কালীগঞ্জের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। সাবেক রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক দোয়া অনু্ষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ৪নং নিয়ামতপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মহেশ্বর চঁাদা গ্রমের বাজারে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, থানা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ , থানা বিএনপি’র সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন কালিগঞ্জ উপজেলা যুবদল,ইউনিয়নের যুবদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় নেতাকর্মীরা বলেন, জিয়াউর রহমান খালকাটা কর্মসূচি, সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং যুগোপযোগী ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নারী সমাজের উন্নয়ন ও শিশুদের বিকাশে তার আগ্রহ জাতিকে নতুন দিকনির্দেশনা দেয়। তার সততা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেম ছিল অতুলনীয়।

অতিথি বৃন্দরা আরো বলেন, জিয়াউর রহমান দেশকে যখন তিনি সামনের দিকে নিয়ে চলতে শুরু করেন সেই সময়ে তার বিরুদ্ধে শুরু হয় দেশি-বিদেশি ষড়যন্ত্র। ১৯৮১ সালের ২৯ মে তিনি এক সরকারি সফরে চট্টগ্রামে যান। ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে গভীর রাতে একদল সেনাসদস্য তাকে হত্যা করে। বিপথগামী সেনাসদস্যরা তার লাশ চট্টগ্রামের রাউজানের গভীর জঙ্গলে কবর দেয়।

শেষে দোয়া অনুষ্ঠানের সবাইকে খাবার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথি বৃন্দরা ।

আরো পড়ুন
IMG-20251112-WA0003
আরো পড়ুন
4455
আরো পড়ুন
ঝিনাইদহ-৪ আসনে ফিরোজের হাতেই থাকছে ধানের শীষ?
আরো পড়ুন
কালীগঞ্জে হামিদুল ইসলাম হামিদের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভা
আরো পড়ুন
কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত
আরো পড়ুন
নিয়ামতপুরে জামায়াতের উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
আরো পড়ুন
Scroll to Top