কালীগঞ্জে চোরের হুমকি: ৫ দিন পরে এসে তোদের দেখে নেবো

বনি আমিন, কালীগঞ্জ:

কালীগঞ্জে চোরের হুমকি: ৫ দিন পরে এসে তোদের দেখে নেবো। কালীগঞ্জ শহরের মুনছুর প্লাজার গলিতে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এক বাইসাইকেল চোর ধরা পড়ার পর স্থানীয়দের উদ্দেশে হুমকি দিয়ে বলে—”তোদের চিনে রাখলাম, ৫ দিন পর এসে তোদের দেখে নেবো।” চুরি করতে এসে ধরা পড়া চোর নয়ন হোসেন স্থানীয়দের হুমকি দেওয়ার পাশাপাশি একজনকে হত্যার হুমকিও দেয়। পুলিশের সামনে সে দাবি করে, “এসব মামলায় কিছু হয় না ভাই। কোর্টে গেলে ম্যাজিস্ট্রেট আমার সব কথা শুনবে। ৫ দিনের বেশি রাখতে পারবে না।” চোর নয়ন হোসেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়ার বাসিন্দা। তার বাবার নাম জাহাঙ্গীর হোসেন। তার কাছ থেকে বাইসাইকেলের তালা ভাঙার কাজে ব্যবহৃত একটি লোহার চাবি উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, একজন যুবক চুরি করতে দেখে তাকে ধরে ফেলে। এরপর উত্তম-মধ্যম দিয়ে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত অয়ন নামের এক যুবক বলেন, “আমি চোরকে জিজ্ঞেস করি তুমি চুরি করছো? তখন সে বলে, হ্যাঁ, ৫ দিন পর বের হয়ে আসবো, তোকে মেরে ফেলবো। সবার চেহারা মনে রেখেছি।” পরে পুলিশ ঘটনাস্থলে এসে নয়ন হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার।

আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
IMG-20250901-WA0068
আরো পড়ুন
FB_IMG_1756717902020
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
image-230031-1756710545
আরো পড়ুন
প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে
আরো পড়ুন
Scroll to Top