ঝিনাইদহ পাটজাত পণ্য ব্যবহার

পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে পাট অধিদপ্তর।

সভায় সভাপতিত্ব করেন জেলা পাট কর্মকর্তা কে এম আব্দুল লতিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়াল।

সভায় প্রধান অতিথি মোঃ আব্দুল আউয়াল বলেন, “পাট আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। পরিবেশবান্ধব এই পণ্যের ব্যবহার বাড়াতে সচেতনতা জরুরি। পাট চাষ ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।”

চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন, “পাটশিল্পকে টিকিয়ে রাখতে ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ জনগণেরও সচেতনতা জরুরি। স্থানীয়ভাবে উৎপাদিত পাটপণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে।”

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল বলেন, “গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পাটপণ্যের প্রচারে। আমরা এই খাতে ইতিবাচক প্রচার চালাতে আগ্রহী।”

সভায় আরও বক্তব্য রাখেন মুখ্য পাট পরিদর্শক আলাউদ্দিন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা লিংকন মন্ডল এবং হাটগোপালপুর বাজার কমিটির সভাপতি আনোয়ার হোসেন। বক্তারা পাটপণ্যের বহুমুখী ব্যবহার, চাষিদের সমস্যা ও সম্ভাবনা, এবং বাজার সম্প্রসারণের প্রয়োজনীয়তা নিয়ে মতামত ব্যক্ত করেন।

সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পাটচাষি ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

আরো পড়ুন
কালীগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
আরো পড়ুন
ভূমি সেবায় দেড় বছরে যুগান্তকারী পরিবর্তন অ্যাসিল্যান্ড মো. শাহিন আলমের, অ্যাসিল্যান্ড মো. শাহিন আলম, কালীগঞ্জের অ্যাসিল্যান্ড মো. শাহিন আলম, ঝিনাইদহ কালীগঞ্জ, নামজারি, ভূমি সেবা, অ্যাসিল্যান্ড
আরো পড়ুন
ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল
আরো পড়ুন
IMG-20251129-WA0017
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিকদরে গেট মিটিং অনুষ্ঠিত
আরো পড়ুন
কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আরো পড়ুন
Scroll to Top