ঝিনাইদহে সদরে কৃষকের ধান

ঝিনাইদহে সদরে কৃষকের ধান কেটে বাড়িতে পৌছে দিলেন কৃষকদলের নেতাকর্মীরা

সদর প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহে সদরে কৃষকের ধান কেটে বাড়িতে পৌছে দিলেন কৃষকদলের নেতাকর্মীরা।

শনিবার (৩ মে) দুপুর ১২টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার রাজাপুর করমালী বিশ্বাস ও শৈলকূপা উপজেলার আউশিয়া গ্রামের কৃষক মিজান মিয়ার ক্ষেতের ধান কেটে দেয়ার মধ্যে দিয়ে এই সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

করম আলী বিশ্বাসের ২০ শতক ও কৃষক মিজান মিয়ার ৩৫ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন নেতাকর্মীরা। এতে খুশি হন দুই কৃষক। ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারন সম্পাদক ও ঝিনাইদহ জেলা কৃষকদলের আহবায়ক ওসমান আলী। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক মীর ফজলে এলাহী শিমুল, সদর উপজেলা আহবায়ক নুরুল বিশ্বাস, শৈলকূপা পৌর আহবায়ক হাফিজুর রহমান, সামছুর রহমান, ইবাদত হোসেন,আসাদ মোল্লা ও নাজমুল হুসাইন মিলন প্রমুখ।

জেলা কৃষক দলের আহবায়ক ওসমান আলী বলেন, দূর্যোগ-দুর্বিপাকে কৃষকদল দেশের কৃষি ও কৃষকের পাশে ছিল। কৃষকের যেকোনো সংকটে আমরা কাজ করে যাব। এ প্রতিশ্রুতি নিয়ে এলাকার অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দেওয়া হচ্ছে।

কৃষক করম আলী বিশ্বাস জানান, জমিতে বোরো ধানের চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। ক্ষেতের ধান পাকলেও শ্রমিক সংকটে ধান কাটতে পারছিলাম না। কৃষকদলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিয়েছেন এতে অনেক উপকার হয়েছে।

আরো পড়ুন
IMG-20250829-WA0073
আরো পড়ুন
IMG-20250827-WA0033
আরো পড়ুন
IMG_20250828_073232_(300_x_300_pixel)
আরো পড়ুন
Copy of Public_20250825_201535_0000
আরো পড়ুন
ঢাকায় ঝিনাইদহ যুবলীগ ও আ.লীগ নেতাকে গ্রেপ্তার
আরো পড়ুন
IMG-20250823-WA0026
আরো পড়ুন
Scroll to Top