অসহায়দের মুখে ফুটল হাসি —মেহেরপুরে জামায়াতের উদ্যোগে শিবপুর গ্রামে টিউবওয়েল স্থাপন

অসহায়দের মুখে ফুটল হাসি —মেহেরপুরে জামায়াতের উদ্যোগে শিবপুর গ্রামে টিউবওয়েল স্থাপন

মেহেরপুর জেলা সংবাদদাতা
অসহায়দের মুখে ফুটল হাসি —মেহেরপুরে জামায়াতের উদ্যোগে শিবপুর গ্রামে টিউবওয়েল স্থাপন। মানবিক উদ্যোগ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলা শাখার সহায়তায় মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের শিবপুর গ্রামে এক অসহায় পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন করা হয়েছে।

দীর্ঘদিন ধরে শিবপুর গ্রামের এসতেহার আলীর ছেলে আব্দুস সালামের পরিবার নিরাপদ খাবার পানির অভাবে চরম কষ্টে দিন কাটাচ্ছিলো। তাদের বাড়িতে কোনো টিউবওয়েল না থাকায় পানির জন্য প্রতিদিনই দূরদূরান্তে ছুটতে হতো। বিষয়টি নজরে আসার পর মোনাখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এবং জেলা জামায়াতের সহযোগিতায় ঐ পরিবারের জন্য একটি টিউবওয়েল স্থাপন করা হয়।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) বিকেলে টিউবওয়েল স্থাপন শেষে হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের আমীর ও মেহেরপুর-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজউদ্দীন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা খানজাহান আলী, জেলা বাইতুলমাল সেক্রেটারি জনাব জারজিস হুসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব খাইরুল বাসার এবং উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি জনাব ফজলুল হক গাজী।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিবপুর ৫নং ওয়ার্ডের রুকন জনাব ইউসুফ আলী। তিনি বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মানবিক দায়িত্ব। জামায়াতে ইসলামীর এই উদ্যোগ সমাজে সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছে।”

এ সময় স্থানীয় গ্রামবাসী জামায়াতে ইসলামীর এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এর ফলে গ্রামের অসহায় পরিবারটি নিরাপদ পানির সুযোগ পেয়ে নতুন জীবন পেয়েছে।

জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ জানান, সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের পাশে থেকে সেবা কার্যক্রম অব্যাহত থাকবে—এটাই তাদের অঙ্গীকার।

আরো পড়ুন
চুয়াডাঙ্গায় বিএনপি নেতার প্রবাসীর স্ত্রীসহ বসবাসে গুঞ্জন ও চাঞ্চল্য
আরো পড়ুন
IMG-20251012-WA0011
আরো পড়ুন
বিএনপি-জামায়াত সংঘর্ষ
আরো পড়ুন
যশোরে একটি ডিম থেকে মুরগির দুটি বাচ্চা
আরো পড়ুন
Remove term: শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা
আরো পড়ুন
৬৪৩ কোটি টাকার সড়কে
আরো পড়ুন
Scroll to Top