নার্সিং কোর্সকে স্নাতক

ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি

ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ| ঝিনাইদহে আবারো বিক্ষোভ করেছেন ঝিনাইদহ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার সময় ঘণ্টা ব্যাপী চলা বিক্ষোভ ও মানববন্ধনে ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতকের সমমান করার দাবিতে তারা সদর হাসপাতাল চত্বরে কর্মসূচি পালন করে।

বেশ কিছুদিন ধরে তারা দফায় দফায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

সে সময় উপস্থিত বক্তারা বলেন, এইচএসসি পাস করে ৩ বছর ধরে ডিপ্লোমা করি আমরা। এরপর আরও ৬ মাস ইন্টার্নি করার পরও আমাদের ডিগ্রির কোনো মূল্যায়ন হয় না। কিন্তু আমরা সেই ইন্টার পাসই থেকে যাই। আমাদের সারাজীবনের পরিশ্রমই বৃথা হয়ে যায়। কাজেই আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের ডিগ্রি দিতে হবে। আমাদের দাবি মেনে না নিলে আন্দোলন আরও কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি জুয়েল মণ্ডল, সহ-সভাপতি এম এস শান্তা খাতুন, সাধারণ সম্পাদক উৎস কুমার বিশ্বাসসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

মহেশপুর সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

ভূমি সেবায় নবজাগরণ: কালীগঞ্জে এক বছরে ১৩ হাজার মামলা নিষ্পত্তি করলেন এসিল্যান্ড শাহীন আলম

 

Scroll to Top