ঝিনাইদহে আধুনিক চিকিৎসা সেবা চালুর দাবি, বিশেষায়িত হাসপাতাল স্থাপনার আহ্বান

ঝিনাইদহে আধুনিক চিকিৎসা সেবা চালুর দাবি, বিশেষায়িত হাসপাতাল স্থাপনার আহ্বান

সাইফুল ইসলাম, ঝিনাইদহ-

ঝিনাইদহে আধুনিক চিকিৎসা সেবা চালুর দাবি, বিশেষায়িত হাসপাতাল স্থাপনার আহ্বান। ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আধুনিক চিকিৎসা সেবা চালু এবং চীনের অর্থায়নে প্রস্তাবিত বিশেষায়িত হাসপাতাল দ্রুত স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের ফ্যামিলি জোন রেস্টুরেন্টে ‘ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংগঠনের নেতারা বলেন, ঝিনাইদহের প্রধান সরকারি হাসপাতালটিতে এখনো আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস, এমআরআই ও সিটি স্ক্যানের মতো জরুরি ও আধুনিক চিকিৎসা সুবিধা নেই। ফলে জেলার প্রায় ২১ লাখ মানুষ উন্নত চিকিৎসা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন।

তারা আরও বলেন, এসব গুরুত্বপূর্ণ সেবা দ্রুত চালু না হলে জেলার মানুষের চিকিৎসা সংকট আরও তীব্র হবে। পাশাপাশি, চীনের অর্থায়নে প্রস্তাবিত বিশেষায়িত হাসপাতাল বাস্তবায়ন এখন সময়ের দাবি। তাই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার, প্রকৌশলী কামরুল ইসলাম, আব্দুস সবুর, আবু সালেহ মো. মুসা, সাব্বির আহম্মেদ জুয়েল, তাজনুর রহমান, ফখরুদ্দিন মুন্না, ফারুক হোসেন, তারেক মাহমুদ, আব্দুল ওহাব, আল আমিন হোসাইন ও সম্পাদক আল মিরাজ প্রমূখ।

আরো পড়ুন
শৈলকুপার ডাউটিয়া বাজারে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি
আরো পড়ুন
Oplus_131072
আরো পড়ুন
IMG-20251010-WA0010
আরো পড়ুন
জামায়াতের আয়োজনে কালীগঞ্জের কোলা ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
আরো পড়ুন
Picsart_25-09-21_19-04-44-013
আরো পড়ুন
ঝিনাইদহ জেলা জামায়াতের সুধী সমাবেশ
আরো পড়ুন
Scroll to Top