গাজীর বাজারে ডে–নাইট ফুটবল টুর্নামেন্টে উৎসবের আমেজ

গাজীর বাজারে ডে–নাইট ফুটবল টুর্নামেন্টে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ
গাজীর বাজারে ডে–নাইট ফুটবল টুর্নামেন্টে উৎসবের আমেজ। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের গাজীর হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইয়ংস্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এক বর্ণিল ৮ দলীয় ডে–নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলা বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হয়ে রাত অবধি চলে প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশে।

মাঠজুড়ে ছিল আলো–ঝলমলে সাজসজ্জা, বাদ্যযন্ত্রের তালে দর্শকদের উচ্ছ্বাস আর খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্সে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। খেলাকে ঘিরে গ্রামজুড়ে সৃষ্টি হয় এক আনন্দঘন মিলনমেলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) আমিনুল ইসলাম। তিনি বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি তরুণ সমাজকে শৃঙ্খলাবদ্ধ, সুস্থ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে।”

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহসিনুল উম্মাহ ইনস্টিটিউটের প্রিন্সিপাল মাওলানা শাকিল আর সালাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা কমিটির সদস্য মনিরুজ্জামান মুন্না, বিশিষ্ট সমাজসেবক তৌফিকুল আলম টুটুল, আব্দুল মান্নান মোল্লা, আব্দুল গফফার মোল্লা, এবং গাজীর হাট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আনোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আমিনুল ইসলাম ও অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে উচ্ছ্বাস দেখা যায়।

ইয়ংস্টার স্পোর্টিং ক্লাবের সভাপতি ইব্রাহীম শাহ বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করাই আমাদের মূল লক্ষ্য। আগামী দিনগুলোতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়, দর্শক ও স্থানীয়দের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি এক সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

আরো পড়ুন
ব্যালন ডি’অর: কারা দেয়, কীভাবে দেয়
আরো পড়ুন
হিটলারের অহংকার চূর্ণ করা এক ‘বুলেট’ নজেসি ওয়েন্স
আরো পড়ুন
পিএসএলে ফের ডাক মারলেন সাকিব
আরো পড়ুন
হামজার পর এবার আসছেন সামিত সোম
আরো পড়ুন
Scroll to Top