1 2

মাঠের রাস্তায় জামাই-শাশুড়ির বাঁশের বেড়া, বিপাকে দুই গ্রামের কৃষক

বনি আমিন, কালীগঞ্জ (ঝিনাইদহ):

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুবিদপুর গ্রামে মাঠের রাস্তা বন্ধ করে বাঁশের বেড়া দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সুবিদপুর ও মোল্লাকুয়া গ্রামের অন্তত ১ হাজার ৫০০ কৃষক। মাঠের প্রায় ১ হাজার বিঘা জমির পাকা ইরি ধান ঘরে তুলতে গিয়ে এ সংকটে পড়েছেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪০ বছর আগে সুবিদপুর গ্রামের মৃত ইসহাক আলী মণ্ডলের পরিবার কৃষকদের সুবিধার্থে মাঠের ভেতর দিয়ে যাওয়া ২ শতক জমি রাস্তার জন্য দান করেছিলেন। কিন্তু ১৯৯০ সালের জরিপে ভুলবশত ওই জমি পুনরায় ইসহাক আলীর নামে রেকর্ড হয়ে যায়।

সম্প্রতি, মৃত ইসহাক আলীর স্ত্রী ফাহিমা খাতুন ও জামাই আক্তারুল ইসলাম দাবি করা জমিটি নিজেদের বলে দাবি করে বাঁশের বেড়া দিয়ে রাস্তাটি ঘিরে দেন। গত ১৬ এপ্রিল তারা এ বেড়া দেন বলে জানা যায়।

এ ঘটনায় গত শনিবার (১৯ এপ্রিল) দুই গ্রামের শতাধিক কৃষক রাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। সুবিদপুর গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস বলেন, “এই রাস্তাটি আমরা বহুদিন ধরে ব্যবহার করে আসছি। হঠাৎ করে বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন মাঠের ধান ঘরে তুলবো কীভাবে?”

বিষয়টি নিয়ে ফোনে যোগাযোগ করা হলে ফাহিমা খাতুনের মোবাইল রিসিভ করেন তার কন্যা মুক্তি বেগম। তিনি বলেন, “গ্রামের লোকজন আমিন এনে মেপে দিয়েছে। জায়গাটি আমাদের বলেই আমরা ঘিরে দিয়েছি। অনেক গ্রামবাসী ও স্থানীয় মেম্বার উপস্থিত ছিলেন।”

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জসীম উদ্দীন জানান, “গ্রামবাসীর সঙ্গে আলোচনার ভিত্তিতেই বেড়া দেওয়া হয়েছে। এখন কিছু লোক রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টি বড় করে দেখাচ্ছে।”

এদিকে রাস্তা বন্ধ থাকায় কৃষকের পাকা ধান ঘরে তোলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, “ঘটনাটি জানতে পেরেছি। দ্রুতই উপজেলা প্রশাসনের সহায়তায় সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ধান সময়মতো না তুলতে পারলে কৃষকদের বড় ক্ষতি হয়ে যাবে।”

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Scroll to Top